






আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফরাসি স্ট্রাইকার ও রিয়াল মাদ্রিদ লিজেন্ড করিম বেনজেমা। চোট কাটিয়ে বিশ্বকাপ ফাইনাল খেলার জন্য প্রস্তুত থাকলেও স্কোয়াডে তাকে রাখেননি কোচ দিদিয়ের দেশাম। আর্জেন্টিনার







কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ শিরোপা হাতছাড়া করে ফ্রান্স। এর ২৪ ঘণ্টা না পেরোতেই ফ্রান্সকে বিদায় জানালেন তিনি।৩৫ বছর বয়সী বেনজেমা অবসরের ঘোষণা দিয়ে টুইটারে লিখেছেন, ‘আমি আমার গল্প লিখেছি এবং আমাদের এখানে







শেষ হচ্ছে।ফ্রান্সের জার্সিতে ৯৭ ম্যাচ খেলে ৩৭ গোল করেছেন বেনজেমা। কাতার বিশ্বকাপের দলে থাকলেও শুরুতে চোটে পড়েন তিনি। পরে সুস্থ হলেও তাকে আর খেলাননি ফরাসি কোচ। শেষ পর্যন্ত ফ্রান্সের শিরোপা হাতছাড়ার পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বেনজেমা।