নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে কাতার বিশ্বকাপের সেমিতে উঠে এসেছে আর্জেন্টিনা। ফাইনালে ওঠার লড়াইয়ে মেসিরা খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। যে ক্রোয়াটরা কোয়ার্টার ফাইনালে জিতে এসেছে ব্রাজিলের সঙ্গে, টাইব্রেকারেই।







সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ শক্ত। তা অনুমেয়। কিন্তু এই ম্যাচের আগে দুঃসংবাদ পেল আলবিসেলেস্তারা। হলুদ কার্ডের মারম্যাচে সেমিতে আর্জেন্টিনা পাবে না দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার গনজালো মন্টিয়েল ও মার্কোস অ্যাকুনাকে।







নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে এই দুই ডিফেন্ডার হলুদ কার্ড দেখেছেন। তাতেই সেমিফাইনাল ম্যাচে কপাল পুড়ছে দুজনের। কাতার বিশ্বকাপের রেজুলেশন অনুযায়ী কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কোনো ফুটবলার দুইটি হলুদ







কার্ড পেলে সেমিফাইনাল খেলতে পারবে না। মন্টিয়েল ও অ্যাকুনার পাশে রয়েছে দুটি হলদু কার্ড। মন্টিয়েল তার প্রথম হলুদ কার্ড পায় সৌদি আরবের বিপক্ষে। তাই তাকে বুঝে শুনে খেলাচ্ছিলেন স্কালনি; কিন্তু শেষ রক্ষা হলো না। কোয়ার্টারে’







নেদারল্যান্ডসের বিপক্ষে বদলি হিসেবে নেমেও হলুদ কার্ড দেখতে হয় এই ডিফেন্ডারকে। একই অবস্থা অ্যাকুনারও। তিনি প্রথম হলুদ কার্ড পেয়েছিলেন গ্রুপপর্বের শেষ ম্যাচ পোল্যান্ডের বিপক্ষে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে পান দ্বিতীয়টি।