পাকিস্তান সুপার লিগের এবারের আসরের জন্য প্লেয়ার্স ড্রাফটে ক্রিকেটারদের তালিকা প্রকাশ করতে শুরু করেছে। এর মধ্যে আজ গোল্ড এবং সিলভার ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড।







যেখানে এই দুই ক্যাটাগরিতে রয়েছেন ২৪ জন বাংলাদেশী ক্রিকেটার। যেখানে অভিজ্ঞ ব্যাটসম্যান ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, সৌম্য সরকার ছাড়াও রয়েছেন লিটন দাস। এছাড়া মোঃ সাইফুদ্দিন মুনিম শাহরিয়ার রয়েছেন প্লেয়ার্স ড্রাফটে।







এর মধ্যে গোল্ড ক্যাটাগরিতে রয়েছেন ৭ জন ক্রিকেটার এবং সিলভার ক্যাটাগরিতে রয়েছেন ২৭ জন ক্রিকেটার। আগামী ১৫ই ডিসেম্বর করা যেতে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। গোল্ড ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা : লিটন দাস, মোহাম্মদ







সাইফউদ্দিন, মুনিম শাহরিয়ার, ইমরুল কায়েস, এবাদত হোসেন, খালেদ আহমেদ, জিয়াউর রহমান। সিলভার ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা : আফিফ হোসেন, আবু সায়েম, আল-আমিন হোসেন, এনামুল হক বিজয়, জুবায়ের হোসেন, জুনায়েদ







সিদ্দিকী, রুবেল হোসেন, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, মনির হোসেন, নাদিফ চৌধুরী, নাসুম আহমেদ, রাফসান আল মাহমুদ, রুয়েল মিয়া, সাব্বির রহমান, শফিউল ইসলাম, সৌম্য সরকার।