বিশ্বকাপ থেকে বিদায়ের পর ব্রাজিলের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন তিতে। এই পদত্যাগের মধ্য দিয়ে ব্রাজিলের কোচ হিসেবে ৬ বছরের পথ চলার অবসান হয়েছে তার। ব্রাজিল এখন নতুন কোচ নিয়োগ দিবে। কিন্তু কে হবে সেই কোচ? ব্রাজিল ফুটবল ফেডারেশন







সভাপতি রো’দ্রিগুয়েজ জানিয়েছে, “এবার চিরাচরিত ঐতিহ্য থেকে বেড়িয়ে আসবে তারা। ভালো কোচ পেলে তারাযেকোন কোচকেই নিয়ো’গ দিবে। সেটা হতে পারে ব্রাজিলিয়ান কিংবা ব্রাজিলের বাইরের কোচ।” এরপরই গনমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, রিয়াল







মাদ্রিদ কোচ আনচেলোত্তিকে অফার করেছে ব্রাজিল। আর সেই অফারে রাজি হয়েছে আনচেলোত্তি। তিনি ২০২৩ সালে ব্রাজিলের কোচ হতে রাজি হয়েছেন। এদিকে আনচেলোত্তি ব্রাজিলের কোচ হিসেবে চলে গেলে রিয়া’লের কোচের পদ খালি হবে। সেখানে কোচ হয়ে আসবে কে?







জিনেদিন জিদান আবারও আসতে পারেন রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে। তিনি অবশ্য এখন ফ্রান্সে’র কোচ হওয়ার জন্য অপেক্ষা করছেন। কিন্তুশোনা যাচ্ছে দেশমের সঙ্গে দুই বছরের চুক্তি বাড়াবে ফ্রান্স। সেটা হলে জিদান আবার ক্লাব কোচিংয়ে ফিরতে পারে। আর সেটা যদি হয় রিয়াল মাদ্রিদ, তাহলে তো কথা’ই নেই।