






ব্রাজিলের তরুণ বিস্ময় বালক এন্ড্রিকের টান্সফার নিয়ে যত রিউমার ছিল সব শেষ গেছে। সবাইকে পেছনে ফেলে জায়ান্ট রিয়াল মাদ্রিদ তাকে কিনে নিয়েছে। স্প্যানিশ ক্লাবটির তাকে কিনতেখরচ হয়েছে ৬০ মিলিয়ন ইউরো। এরমধ্যে ৩৫ মিলিয়ন ইউরো







নগদ, ২৫ মিলিয়ন ইউরো বিভিন্ন শর্তে দেওয়ার চুক্তি হয়েছে। এন্ড্রিকের পর এখন আরেক ব্রাজিলিয়ান তরুণকে নিয়ে শুরু হয়েছে লড়াই।তার নাম ভিটর রোক। ব্রাজিলিয়ান ফুটবলে তিনিও গোলমেশিন নামেই পরিচিত। ব্রাজিলের গনমাধ্যমগুলো অবশ্য







তার রিলিজক্লজ নিয়ে দুটি তথ্য জানিয়েছে। গ্লোবো জানিয়েছে তার রিলিজক্লজ১০০ মিলিয়ন ইউরো এবং অন্য আরেকটি গনমাধ্যম জানিয়েছে ৬০ মিলিয়ন ইউরো। তবে সে যাই হোক, তাকে কিনতেও যে ক্লাবগুলোর বড় অংকের অর্থ খরচ করতে হবে সেটা
নিশ্চিত। পিএসজিতাকে কেনার জন্য চেষ্টা করছে বেশি। বার্সালোনা এবং রিয়াল মাদ্রিদের নামও শোনা যাচ্ছে।