






বার্সার সোনালি সময়ে এক সঙ্গে জুটি বেধে খেলেছেন লুইস সুয়ারেজ এবং লিওনেল মেসি। ক্লাবকে এনে দিয়েছেন একাধিক ট্রফিও। ফুটবল মাঠ এবং মাঠের বাহিরেও দু‘জনের মধ্যে রয়েছে দারুণ এক মেলবন্ধন।এবার সেই ভ্রাতৃত্ববোধের আরেকটি







উদাহরণ দেখল ফুটবল বিশ্ব , ওয়ার্ল্ড কাপ জিতে মেসির সুয়ারেজের ভিডিও কলের ছবি ভাইরাল হওয়ার মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে সুয়ারেজকে বিশ্বকাপ শিরোপা দেখাচ্ছেন মেসি।২০০৬ থেকে বিশ্বকাপ খেলছেন মেসি। কিন্তু, এবারই প্রথম







শিরোপা জিতলেন। বিশ্বকাপ জয় না করার এতদিনের আক্ষেপ মিটলো গত রবিবার। ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো লিওনেল মেসির আর্জেন্টিনা।এলএমটেনের সেই শিরোপা জয়ের উৎসবে যোগ দিয়েছিলেন তাঁর বন্ধু এবং প্রিয় ভ্রাতা লুইস সুয়ারেজ।







বিশ্বকাপ জিতেই তাকে ভিডিও কল করেন মেসি। এমনই এক ছবি নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেছেন এই উরুগুয়েন স্ট্রাইকার। সেখানে দেখা যাচ্ছে সুয়ারেজকে নিজের বিশ্বকাপ ট্রফি দেখাচ্ছেন লিওনেল মেসি।