দীর্ঘ ৩৬ বছর বিশ্বকাপ শিরোপা জিতে না আর্জেন্টিনা। ১৯৮৬ বিশ্বকাপের পর দলটি আরও দুইবার বিশ্বকাপ ফাইনাল খেলে। কিন্তু দুবারই স্বপ্ন ভাঙে আলবিসেলেস্তেদের। আট বছর পর আবারও ফাইনালে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে







নিজেদের তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে মেসি বাহিনী। রোববার (১৮ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়াম বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে গড়াবে ম্যাচটি। শিরোপা নির্ধারণী এই ম্যাচে কোন জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা? সমর্থকদের মনে







উঁকি দিয়েছে এমন প্রশ্ন। সে প্রশ্নের জবাব দিয়েছে আর্জেন্টিনার জনপ্রিয় আর্জেন্টিনার প্রভাবশালী সংবাদ মাধ্যম টিওয়াইসি। ছাড়াও টুইট করে বিষয়টি নিশ্চিত করেন জনপ্রিয় ফুটবল সাংবাদিক রয় নেমার।১৯৯০ এর বিশ্বকাপ ফাইনালে পশ্চিম জার্মানির







কাছে ১-০ গোলে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভাঙে দিয়াগো ম্যারাডোনার আর্জেন্টিনার। ওই ম্যাচটিতে নীলের রঙের অ্যাওয়ে পরে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। এর ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালেও জার্মানির মুখোমুখি হয় আর্জেন্টিনা। ওই ম্যাচেও একই ব্যবধানে







হারে মেসিরা। আর ম্যাচটিতেও ২৪ বছর আগের মতো নীলের রঙের অ্যাওয়ে পরে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ফের ম্যাচটিতে ১-০ গোলে হারে আলবিসেলেস্তেরা। তাই অনেক আর্জেন্টাইন সমর্থকই চায় না এবারের ফাইনালে আবারও নীল রঙের জার্সিটি







পরুক। কারণ তারা এটাকে অনেকটা ‘অভিশপ্ত’ মনে করে।অবশ্য আর্জেন্টিনার এবারের অ্যাওয়ে জার্সিতে রঙের পরিবর্তন এসেছে। আকাশি-নীলের বাইরে এবারই বেগুনি রঙের জার্সি ব্যবহার করেছে আলবিসেলেস্তেরা। লিওনেল মেসিদের এই জার্সিতে বেগুনির







পাশাপাশি সিলভার রঙের ছায়াও আছে। কিন্তু এবার আর অ্যাওয়ে জার্সি পরে বিশ্বকাপ ফাইনালে নামবে না আর্জেন্টিনা।টিওয়াইসি ও সাংবাদিক রয় নেমার জানিয়েছেন, মেসিরা ফ্রান্সের বিপক্ষে তাদের র্স্টাটিং জার্সি বা আকাশি সাদা জার্সি পরে খেলবেন। যার প্যান্ট হবে







সাদা এবং মোজাও হবে সাদা। নকআউট পর্বে নেদারল্যান্ডস এবং ক্রোয়েশিয়ার বিপক্ষেও ওই জার্সি পরে খেলেছিল ল্যাতিন দলটি। এছাড়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স তাদের ব্লু বা নীল জার্সি পরে খেলবে। রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্স এবং আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ওই ম্যাচেও দুই দলই র্স্টাটিং জার্সি পরে খেলেছিল।