






কাতার বিশ্বকাপের এবারের আসরে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মেসি। সাতটি গোল এবং তিনটি অ্যাসিস্ট সহ মোট ১০টি গোলে জড়িত ছিলেন তিনি।বিশ্বকাপের দ্বিতীয় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফ্রান্সের কিলিয়ান







এমবাপ্পে। ৮টি গোল এবং ২টি অ্যাসিস্ট সহ মোট ১০টি গোলে জড়িত ছিলেন তিনিও।তবে শুধু দুই জন নয়, বিশ্বকাপের সেরা দশজন প্লেয়ারের তালিকা করেছে একটি ক্রীড়া পত্রিকা। তাদের তালিকায় যারা জায়গা পেয়েছে তারা হচ্ছে:-







১০. সাকা (ইংল্যান্ড)
০৯. এনজু ফার্নান্দেজ (আর্জেন্টিনা)
০৮. অলিভার জিরদ (ফ্রান্স)







০৭. এমিলিয়ানো মার্তিনেজ (আর্জেন্টিনা)
০৬. সুফিয়ান আম্রাবাট (মরক্কো)
০৫. জিভার্দিওল (ক্রোয়েশিয়া)
০৪. জুলিয়ান আলভারেজ (আর্জেন্টিনা)
০৩. অ্যান্থনিও গ্রীজম্যান (ফ্রান্স)
০২. কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)
০১. মেসি (আর্জেন্টিনা)