






২০২১ সালে বাজে পারফরমেন্সের কারনে কতই না কথা শুনতে হয়েছে লিটন দাসকে। বারবার জাতীয় দলে সুযোগ পেয়েও নিজেকে ঠিকমতো মিলে ধরতে পারছিলেন না জাতীয় দলের এই টপ অর্ডার ব্যাটসম্যান। তবে লিটন দাসের উপর







থেকে আস্থা হারাননি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।নির্বাচকদের সেই আস্থার প্রতিদান এ বছর দিয়েছেন লিটন দাস। নিজের ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে সেরা ছন্দে রয়েছেন জাতীয় দলের উইকেট কিপার ব্যাটসম্যান। তাইতো







২০২২ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন দাস।সেই সাথে এক ক্যালেন্ডারে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তিনি। এর আগে এক ক্যালেন্ডারের সর্বোচ্চ রান সংগ্রহক ছিলেন







মুশফিকুর রহিম। ২০১৮ সালের ৪৩ ইনিংসে ১৬৬৭ রান করেছিলেন মুশফিকুর রহিম। তার আগে ২০১০ সালের ৩২ ইনিংসে ১৬৪৬ রান করেছিলেন তামিম ইকবাল।তবে এই দুইজনকে টপকে এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের
হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন। শুধু বাংলাদেশেরই নয় আন্তর্জাতিক ক্রিকেটে লিটন দাস এই বছর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ। ৫০ ইনিংসে লিটন এবছর করেছেন ১৯২১ রান।