






শেষ হলো কাতার বিশ্বকাপ। পুরো বিশ্ব এতদিন মেতেছিল ফুটবল উন্মাদনায়। বিশ্বকাপ চলাকালীন সময়েই ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো বলেছিলেন, এখন পর্যন্ত সেরা বিশ্বকাপ উপহার দিয়েছে কাতার। আয়োজনের দিক থেকে এবারের







বিশ্বকাপ ছিল বেশ আকর্ষণীয় ও চমকপ্রদ। শুধু আয়োজনের দিক থেকে নয়, কাতার বিশ্বকাপ রেকর্ড গড়েছে সর্বোচ্চ গোলের দিক থেকেও। এবারের আসর ছিল ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। ২২তম আসরের মধ্যে এবারই সর্বোচ্চ ১৭২টি







গোল হয়েছে কাতার বিশ্বকাপে। এর আগে ১৭১টি করে গোল হয়েছিলো ২০১৪ এবং ১৯৯৮ বিশ্বকাপে।কাতার বিশ্বকাপে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে এবার অনেক গোলই বাতিল হয় অফসাইডের কারণে। প্রযুক্তির এমন তীক্ষ্ণ ব্যবহার না







থাকলে হয়তো এবারের বিশ্বকাপের গোল সংখ্যা আরও অনেক বেশি হতো। এবারের বিশ্বকাপের ফাইনাল ছিল দুর্দান্ত ও অবিশ্বাস্য। বিশ্বকাপের ফাইনালেই আর্জেন্টিনা ও ফ্রান্স মিলে দিয়েছে ৬ গোল। আর তাতেই ১৯৯৮ ও ২০১৪ সালের বিশ্বকাপকে







পেছনে ফেলে সর্বোচ্চ গোলের বিশ্বকাপ হিসেবে নাম লেখায় কাতার বিশ্বকাপ। ম্যাচ প্রতি ২.৬৯টি করে গোল হয়েছে এবারের বিশ্বকাপে।তবে, ম্যাচপ্রতি গোলের হিসেবে অনেক পিছিয়ে কাতার বিশ্বকাপ। ম্যাচপ্রতি গোলের হিসেবে সবচেয়ে এগিয়ে সুইজারল্যান্ড বিশ্বকাপ। ১৯৫৪ সালের সেবারের বিশ্বকাপে মাত্র ২৬ ম্যাচে গোল হয়েছিল ১৪০টি। ম্যাচপ্রতি গোলের গড় ৫.৩৮টি করে।