






বিশ্বকাপ সেমিফাইনাল-ফাইনালের মাঝে তিন দিনের বিরতি পেয়েছে কাতার ভ্রমণকারীরা। এই সময়টা কি করছেন দর্শনার্থীরা? কিভাবে কাটছে সময়? বেশি ব্যস্ততা আর্জেন্টিনা সমর্থকদের। টিকিটের আকাশচুম্বী মূল্যের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন তারা।







বিশ্বকাপের ব্যস্তসূচিতে কাতার ঘুরে দেখার ফুরসত কই দর্শনার্থীদের? অবশেষে মিলেছে সুযোগ। সেমিফাইনাল-ফাইনালের মাঝে লম্বা বিরতি। তৃতীয় স্থান নির্ধরণী থাকলেও অনেকটাই গুরুত্বহীন হওয়ায় অখন্ড অবসর কাজে লাগানোর চেষ্টা ভ্রমণকারীদের।







ভিড় জমেছে কাতারের শপিং মল গুলোতে। যেখানে সবাইকে ছাড়িয়ে সোক ওয়াকিফ। স্থানীয় এই বাজার সবচেয়ে বেশি নজর কেড়েছে দর্শনার্থীদের। অনেকেই কেনাকাটায় ব্যস্ত। অনেকে আবার ফুটবল নিয়ে মেতেছেন কারিকুরিতে।শপিং শেষে চলছে ভোজন







বিলাস। মধ্যপ্রাচ্যে জনপ্রিয় শিশা। যার ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ। অবসর সময় কাটালেও ভ্রমণকারীদের আলোচনার পুরোটা জুড়ে ফুটবল।ঘুরতে আসা আর্জেন্টাইন এক সমর্থক বলেন, ‘আর্জেন্টিনা লাতিন আমেরিকার মধ্যে একটা অন্যতম ভালো দল।’







আরকেজন বলেন, ‘আমি আশা করছি মেসি বিশ্বকাপ জিতবেন।’সোক ওয়াকিফ থেকে সাড়ে সাত কিলোমিটার দূরে আরেক জনপ্রিয় স্থান দোহা কর্ণিশ। যেখানে দেখা মিলবে সোনালী বিশ্বকাপ ট্রফির। ৩২ থেকে কমে যার দাবিদার শুধুই আর্জেন্টিনা আর ফ্রান্স।







আরাধ্য ট্রফিটা কাছ থেকে দেখার ব্যবস্থা করেছে ফিফা। ফুটবল প্রেমীরা তুলতে পারছেন ছবি। অন্যদেশের সমর্থকরা যেখানে হাসি আনন্দে মেতেছে, সেখানে নিজ দল ফাইনালে ওঠার পরও দুশ্চিন্তায় আকাশী নীল সমর্থকরা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের







প্রতিনিধি যে হোটেলে থাকছেন তার সামনে আন্দোলনে নেমেছেন ভক্তরা। কারণ একটাই, ফাইনালের জন্য অফিসিয়াল টিকিটের প্রত্যাশা তাদের। রিসেল টিকিটের সর্বনিম্ন মূল্য তিন হাজার ডলার। আকশচুম্বি দামে নাভিশ্বাস উঠেছে আলবিসেলেস্তে সমর্থকদের।
আন্দোলনকারী এক আর্জেন্টাইন সমর্থক বলেন, তিন হাজার ডলার দিয়ে টিকিট কিনে খেলা দেখার সামর্থ্য আমাদের নেই। যেখানে অফিসিয়াল টিকিটের মূল্য ছয়শো ডলার। আমরা চাই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন খেলা দেখতে আমাদের সহায়তা করুক।
আরকে সমর্থক বলেন, আমরা ফাইনালে উঠে গেছি। কোনোভাবেই খেলাটা মিস করতে চাই না। এএফএর কোনো প্রতিনিধি যেনো আমাদের সেই নিশ্চয়তা দেয়। কিংবা এমন কোনো সুখবর দেয় যাতে আমাদের বেশি মূল্য দিয়ে টিকিট কিনতে না হয়।১২ লাখ দর্শনার্থীর কাতার ভ্রমণের কথা থাকলেও সংখ্যাটা দশ লাখ ছাড়ায়নি।
https://www.facebook.com/watch/sports24team/