






গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপে ফাইনাল ম্যাচের বাকি মাত্র ২৩-২৪ ঘণ্টা। এরপরই লুসাইলে মহারণে নামবে আর্জেন্টিনা ও ফ্রান্স। তার আগে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে দুই দল। কে কিভাবে ফাইনালের প্রস্তুতি নিচ্ছেন, কোন কোচ কোন







ফরমেশনে খেলাবেন, দু’দলের সেরা দুই তারকা কিভাবে নিজেদের তৈরি করছেন। ম্যাচকে ঘিরে কে কী বললেন, সে সবও জানার তুমুল আগ্রহ।রোববার (১৮ ডিসেম্বর) ফাইনালের আগে মেসি কী করলেন, কী বললেন কিংবা এমবাপ্পেরা কী করলেন এ







নিয়ে এখন সবার আগ্রহ তুমুলে। এমন সময়ে সবার আগ্রহে থাকা লিওনেল মেসি সমর্থকদের উদ্দেশ্যে একটি পোস্ট দিয়েছেন। এ নিয়ে তৈরি হয়েছে ভক্তকুলের মাঝে আলোড়ন। মেসি কি বুঝাতে চেয়েছেন। কিংবা ফাইনাল ঘিরে তিনি কি করতে চাচ্ছেন







এমন সব বিষয় নিয়ে চলছে আলোচনা। লিওনেল মেসি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভক্তদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন। মূলত একটি কোম্পানির বিজ্ঞাপনী প্রচারে এই পোস্ট করেছেন আর্জেন্টিনার অধিনায়ক।পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে,







মেসি মাঠে বসে জুতোর ফিতে বাঁধছেন এবং সামনের দিকে তাকিয়ে হাসছেন। ছবির ক্যাপশনে মেসি লিখেছেন, ‘ফাইনালের জন্য আমি তৈরি। এগিয়ে চলো আর্জেন্টিনা।’অথচ মেসি বিশ্বকাপের ফাইনাল খেলতে পারবে কি না তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।







কেননা সেমিফাইনালের পর বৃহস্পতিবার এবং শুক্রবার তিনি অনুশীলন করেননি। এতে করে সমর্থকদের মনে শঙ্কা জেগেছিল হয়ত তিনি চোটে রয়েছেন। কেননা ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিতে জয়ের পর মাঠ ছাড়ার সময় মেসিকে একটু অস্বস্তিতে দেখা গিয়েছিলো।







যদিও আর্জেন্টিনার পক্ষ থেকে মেসির চোট নিয়ে কিছুই জানানো হয়নি। অবশ্য সেমির আগে অনেক ফুটবলারই শুক্রবার অনুশীলনে ছিলেন না তবে তারা জিমে ব্যস্ত ছিলেন। মেসির চোট নেই আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বলেন, মেসির কোনও চোট
নেই। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১২০ মিনিট খেলতে হয়েছে আমাদের। তারপরও লিও ম্যাচটা শেষ করেছে। শারীরিকভাবে খুব ভাল জায়গায় রয়েছে লিও। সে সব ম্যাচেরই সেরা।’বিশ্বকাপের চলতি আসরে ৫টি গোল করেছেন মেসি। সতীর্থদের দিয়ে ৩টি গোল করিয়েছেন।
এমবাপ্পের সঙ্গে সোনার বুটের জন্য জোর লড়াই চলছে তার। ৪টি গোল করে তাদের ঘাড়ের কাছেই রয়েছেন ফ্রান্সের অলিভিয়ের জিরুদ এবং আর্জেন্টিনার জুলিয়ান আলভারেজ।