






ফাইনালকে ঘিরে নতুন গান প্রকাশ করেছে আয়োজক কাতার ও ফিফা। যেখানে ফুটিয়ে তোলা হয়েছে কাতারের আইকনিক দৃশ্য। আর প্রথম আরব দেশের বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে ফ্রিতে ফাইনাল ম্যাচ দেখাবে বিন স্পোর্টস। এদিকে চাহিদা বেড়েছে







আর্জেন্টিনার জার্সির। শেষের অপেক্ষায় দ্যা গ্রেটেস্ট শো আর্থ। আর মাত্র মাত্র ১ দিন। বিশ্বকাপে প্রথমবার আরব দেশের ছোঁয়া। তাই এই আরসটিকে স্মরণীয় করে রাখতে কোন কমতি রাখছে না আয়োজক কাতার ও ফিফা। তাই ফাইনালকে ঘিরে প্রকাশ







করা হয়েছে নতুন গান।এজ আল আরব শিরোনামে গানটি গেয়েছেন ইজিপিশিয়ান হিপ-হপ র্যাপার ওয়েগস। যেখানে ফুটিয়ে তোলা হয়েছে কাতারের আইকিনক দৃশ্যগুলো। সুক ওয়াকিফসহ চোখে পড়বে পশ্চিম উপসাগরে ঐতিহ্যবাহী ক্রুজ।বিশ্বকাপ ঘিরে







নতুন পরিকল্পনায় কাতার ভিত্তিক সম্প্রচার প্রতিষ্ঠান বিন স্পোর্টস। রোববারের আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল ম্যাচ ফ্রিতে সম্প্রচার করবে বিন স্পোর্টস। মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার জনগন খেলা উপভোগ করতে পারবেন ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকছে সারাদিনব্যাপী কাভারেজ।







লিওনেল মেসি যখন কাতারে প্রথম বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন বুনছেন। তখন তার ভক্তরা আর্জেন্টিনার জার্সি পেতে লড়াই করছেন। ফাইনালের আগে ঘাটতি দেখা দিয়েছে আকাশী নীল জার্সির। সঙ্কট নিরসনে কাজ করছে ক্রীড়া সামগ্রী উৎপাদন প্রতিষ্ঠান অ্যাডিডাস।







বিশ্বকাপ জুড়েই উত্তেজনা ছড়িয়েছে ফ্রান্সে। মরক্কোর বিপক্ষে ম্যাচের পর দুদলের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে গ্রেপ্তার হয়েছেন ১১৫ জন। তাই ফাইনাল ঘিরে বাড়তি নজরদারী আইনশৃঙ্ক্ষলা বাহিনীর। নিরাপত্তার জন্য ১৪ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে দেশটিতে।
https://www.facebook.com/watch/sports24team/