






প্রথমবারের মতো বিদেশের মাটিতে ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছেন আফিফ হোসেন। টুর্নামেন্টের শেষ পথে লংকান প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়ে খেলেছেন আফিফ হোসেন।







গতকাল (শুক্রবার) টুর্নামেন্টের ফাইনালে শেষ মুহূর্তের টানটান উত্তেজনায় ৪ বল হাতে রেখে ২ উইকেটে জয়লাভ করেছে আফিফ হোসেনের দল। এই নিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে জাফনা কিংস। টসে







হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে কলম্বো।জভাবে ৪ বল হাতে রেখে জয় তুলে নেয় জাফনা। তবে এই ম্যাচে ব্যাট হাতে তেমন ভালো কিছু করতে পারেননি আফিফ







হোসেন। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ১০ বলে করেছেন মাত্র ৩ রান।জাফনার রান তাড়ায় রহমানউল্লাহ গুরবাজ ও আভিশকা ফার্নান্দো ৪ ওভারেই দলকে এনে দেন ৪৯ রান। পঞ্চম ওভারে বেনি হাওয়েলের স্লোয়ারে গুরবাজ







১৮ বলে ৩৬ রান করে আউট হওয়ার পর ক্রিজে যান আফিফ। তবে টাইমিং পেতে তিনি ভুগতে থাকেন শুরু থেকেই।হাওয়েলের পরের ওভারেই শেষ হয় তার ইনিংস। শর্ট কাভারে দুর্দান্ত ক্যাচ নেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।







১০ বল খেলে আফিফ করতে পারেন মাত্র ৩ রান। টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে ৩৫ বলে ৫৪ রান করলেও পরের দুই ইনিংস মিলিয়ে তিনি করতে পারলেন কেবল ১৭ রান।আফিফের বিদায়ের পর আভিশকা ও সাদিরা সামারাবিক্রমার







ব্যাটে সহজ জয়ের পথেই ছিল জাফনা। ২৭ বলে ৪৪ রান করে সামারাবিক্রমা যখন আউট হন, জয়ের জন্য প্রয়োজন ছিল তখন ৫ ওভারে স্রেফ ৩৬ রানের। উইকেট তখনও আছে ৭টি।এরপর শোয়েব মালিক আউট
হয়ে যান একটি ছক্কা মেরে। ভালো করতে পারেননি দুনিথ ওয়েলালাগে। তার পরও খুব একটা বিপদ আঁচ করা যায়নি। ৫ উইকেট নিয়ে শেষ ২ ওভারে লাগত ১৪ রান।ফাইনালে আফিফ ব্যর্থ হলেও শিরোপা জিতল তার দল
ম্যাচ হুট করে জমে ওঠে ১৯তম ওভারে। ওপেনিং থেকে এক প্রান্ত আগলে রাখা আভিশকা ফার্নান্দোকে (৪৩ বলে ৫০) ফিরিয়ে দেন সুরাঙ্গা লাকমল।পরের বলে রান আউট হয়ে যান মাহিস থিকসানা। ৭ বলে তখন প্রয়োজন ১০ রান।
কিন্তু ওভারের শেষ বলে দারুণ শটে বাউন্ডারি মেরে দেন ৯ নম্বরে নামা বিনুরা ফার্নান্দো।শেষ ওভারে প্রয়োজন যখন ৬ রান, কাসুন রাজিথার প্রথম বল বাউন্ডারিতে পাঠান থিসারা পেরেরা। কিন্তু নাটক তখনও বাকি। ছক্কায় ম্যাচ
শেষ করতে চেয়ে পরের বলটি আকাশে তুলে দেন থিসারা, ক্যাচ নেন ডমিনিক ড্রেকস।এরপরই নাটকীয়তার সমাপ্তি। পরের বলটি লেগ স্টাম্পের বাইরে ওয়াইড, সঙ্গে বাই থেকেও আসে রান। খেলা শেষ! ম্যাচের প্রথম
ভাগে কলম্বো স্টার্সকে টেনে নেন তাদের অভিজ্ঞরা। ওপেনিংয়ে দিনেশ চান্দিমাল করে ৪০ বলে ৪৯। তিনে নামা চারিথ আসালাঙ্কার ব্যাট থেকে আসে ২৩ বলে ৩১। রবি বোপারা অপরাজিত থাকেন ৩৩ বলে ৪৭ রান করে।
বোপারার রান এক পর্যায়ে ছিল ২৪ বলে ২১। পরের ৯ বলে ২৬ রান তুলে তিনি শেষটা করেন দারুণ। শেষ ৪ ওভারে কলম্বো তোলে ৫৫ রান। কিন্তু ব্যাটিংয়ের শেষটা ভালো করলেও ম্যাচের শেষটা ভালো হলো না তাদের। দারুণ জয়ে শিরোপা ধরে রাখল জাফনা।