






ব্রাজিল মহানায়ক পেলে এবং আর্জেন্টিনা কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার চেয়েও লিওনেল মেসিকে এগিয়ে রাখছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওয়ালা। তিনি বলছেন, ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার মেসি। গোল







ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।গার্দিওয়ালা মনে করেন, আর্জেন্টিনার হয়ে কাতারে ২০২২ বিশ্বকাপ জয়ের আগেই সেই উচ্চতায় পৌঁছে গিয়েছিলেন মেসি। বার্সেলোনায় মেসির সঙ্গে জুটি বেঁধে অসংখ্য সাফল্য উপভোগ করেন







স্প্যানিশ কোচ। তিনি বিশ্বাস করেন, অনেকে হালের আর্জেন্টাইন মহাতারকার চেয়ে ম্যারাডোনা ও পেলেকে এগিয়ে রাখেন। এটা তাদের সংবেদনশীল কারণ।অদূর ভবিষ্যতে মেসির মতো ফুটবলারও দেখছেন না গার্দিওয়ালা। এক সংবাদ







সম্মেলনে তিনি বলেন, অনেকে অনেক মতামত দিতে পারেন। তবে কারও সন্দেহ থাকার কথা নয়, ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়কই সর্বকালের সেরা। ম্যানসিটি কোচ বলেন, আমার কাছে মেসিই সর্বকালের সেরা। ইতোমধ্যে সে যা করেছে,







তা আর কারও পক্ষে করা সম্ভব বলে আমি মনে করি না।গার্দিওয়ালা বলেন, যারা ডি স্টেফানো, পেলে, ম্যারাডোনাকে দেখেছেন, তারা বলছেন; মেসির চেয়ে উনারাই এগিয়ে। তবে তাদের বক্তব্য আবেগাক্রান্ত। এমনকি মেসি যদি বিশ্বকাপ নাও







জিততো তবু আমার মতামত পরিবর্তন হতো না।তিনি বলেন, আপনি কি জিতেছেন, আপনাকে কীভাবে মূল্যায়ন করা হচ্ছে, সেটার ওপর সবকিছু নির্ভর করে। বৈশ্বিক শিরোপাটি মেসির অবিশ্বাস্য ক্যারিয়ারে অন্যতম সংযোজন মাত্র।
মেসির অসামান্য প্রতিভা সম্পর্কে খুব ভালোভাবেই জানেন গার্দিওয়ালা। ক্যাম্প ন্যু’তে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত দুজনে একসঙ্গে ১৪টি শিরোপা জেতেন। সেই তালিকায় আছে দুটি চ্যাম্পিয়নস লিগ এবং তিনটি লা লিগা ট্রফি।