অবশেষে কাতার বিশ্বকাপের শেষ ষোলোর টিকেট পেয়েছে আর্জেন্টিনা। গতরাতে পোল্যান্ডকে ২-০ গোলে পরাজিত করে নক আউটে পৌঁছে গেছে আলবেসিলেস্তেরা। এই ম্যাচেই মেসির সাথে এক বাজি ধরেছিলেন পোলিশ গোলরক্ষক ভয়সেক







চেজনি। অবশ্য সে বাজিতে জিততে পারেননি তিনি, হারতে হয়েছে এই তারকাকে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ ও ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, দোহায় কাল রাতে আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচে মেসির সঙ্গে বাজি ধরেছিলেন







চেজনি। নরওয়ের এক টিভি চ্যানেলকে ম্যাচ শেষে পোলিশ গোলকিপার নিজেই এ কথা জানিয়েছেন। তা বাজিটা কি নিয়ে ছিল? ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারির সিদ্ধান্ত কি আসবে সেটা নিয়ে মেসির সাথে বাজি ধরেছিলেন তিনি। পেনাল্টি হবে কি না,







এটাই ছিলো বাজির মুখ্য বিষয়। দক্ষিণ আমেরিকান দলটির মুখোমুখি হওয়ার আগেই অবশ্যমেসির পেনাল্টি ঠেকানোর হুমকি দিয়ে রেখেছিলেন চেজনি। ম্যাচের ৩৯তম মিনিটে সেই চ্যালেঞ্জের মুখোমুখিও হতে হয় তাঁকে। দারুণ থ্রু বল নিয়ে
পোলিশ রক্ষণে ঢুকে পড়েছিলেন জুলিয়ান আলভারেজ। কিন্তু পোল্যান্ডের ত্রাতা হয়ে গোল ঠেকিয়ে দেন চেজনি। আর আর্জেন্টিনার সেই আক্রমণে চেজনির ফাউলের শিকার হন মেসি। চেজনির বাঁ হাত মেসির মুখে লেগেছে। হেড দেওয়া







থেকে মাটিতে পরে যান মেসি। রেফারি ড্যানি ম্যাকেলি শুরুতে পাত্তা না দিলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তি (ভিএআর) জানিয়ে দেয় এটি পেনাল্টি। চেজনি বলেন, “পেনাল্টির আগে আমরা কথা বলছিলাম। আমি তার সঙ্গে ১০০
ইউরো বাজি ধরেছিলাম যে (রেফারি) পেনাল্টি দিবে না। আমি মেসির সঙ্গে বাজি হেরে গেলাম।” এদিকে বাজি ধরার কারণে নিষিদ্ধ হতে পারেন বলে মজা করলেন পোলিশ গোলকিপার, “আমি জানি না এই বিশ্বকাপে এটা বৈধ কি না। আমি হয়তো







নিষেধাজ্ঞা পেতে যাচ্ছি। কিন্তু ওসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি তাকে (১০০ ইউরো) দিতে পারবো না। তার কিছুই যায় আসে না ১০০ ইউরোতে, আমি মনে করি তার যথেষ্ট আছে।”