






ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়াতে যাচ্ছেন সদ্য বিশ্বকাপের সোনালি ট্রফি জয় করা লিওনেল মেসি। ক্রীড়াবিষয়ক জনপ্রিয় গণমাধ্যম ইএসপিএনের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। সেখানে বলা হয়, আর্জেন্টাইন







অধিনায়ক ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে অন্তত আরও এক মৌসুমের জন্য চুক্তির মেয়াদ বাড়াতে মৌখিকভাবে সম্মত হয়েছেন।গত রোববার কাতারের দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফ্রান্সকে পেনাল্টি শুটআউটে হারিয়ে বিশ্বকাপের শিরোপা







জেতে আর্জেন্টিনা। এটি মেসির প্রথম বিশ্বকাপ জয় এবং আর্জেন্টিনার ইতিহাসে তৃতীয়। এই আনন্দের মাঝে বর্তমান ক্লাব পিএসজির সঙ্গে চুক্তি বাড়ানোর কথা সেরে ফেলেছেন বলে ইএসপিএনের প্রতিবেদনে জানানো হয়।পিএসজির সঙ্গে







মেসির চুক্তির মেয়াদ রয়েছে ২০২৩ সালের জুন পর্যন্ত। কাতার বিশ্বকাপ চলাকালে দুই পক্ষ মিলে চুক্তির মেয়াদ ২০২৪ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এর আগে গত ৮ ডিসেম্বর স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে পিএসজির সভাপতি নাসের আল-







খেলাইফি জানিয়েছিলেন, আর্জেন্টাইন অধিনায়ক লিগ ওয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে থাকবেন বলে তিনি আত্মবিশ্বাসী।চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন মেসি। পিএসজির হয়ে ১২টি গোল ও ১৪টি অ্যাসিস্ট রয়েছে। ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে প্যারিসের ক্লাবটিতে যোগ দেন লিওনেল মেসি।