






মেসি, ডি মারিয়ার মতো নিজ শহরে ফিরতে শুরু করেছে বাকি ফুটবলাররাও। তবুও যেন একখন্ড বিশ্রাম নেই। কর্দোবায় আলাদা করে সংবর্ধনা দেয়া হয়েছে পাওলো দিবালাকে। আর দীর্ঘ সময় দূরে থাকার পর বান্ধবীকে চমকে দিয়েছেন







রদ্রিগো ডি পল। একমাসেরও বেশি সময় ধরে বাড়ি থেকে দূরে আর্জেন্টাইন ফুটবলাররা। বিশ্বকাপের পর নীড়ে ফিরতে শুরু করেছেন মেসি-ডি মারিয়ারা। তবুও কি একটু বিশ্রামের সুযোগ পাচ্ছেন তারা? এই যেমন পাওলো দিবালা।







আর্জেন্টিনার প্রায় কেন্দ্রের শহর কর্দোবা। মঙ্গলবারের র্যালি শেষে নিজ শহরে গিয়েও বাড়িতে পৌছাতে পারেননি রোমার তারকা।সেখানেও স্থানীয় র্যালীতে অংশ নেন পাওলো দিবালা। লাহুনা লারহাতে সংবর্ধনাও দেয়া হয় কর্দোবার হিরোকে।







ক্লান্ত দিবালা জানান তার অনুভূতির কথা।পাওলো দিবালা বলেন, সারাজীবন এ স্বপ্নটা দেখেছি। আমি খুবই খুশি। আমি আমার মানুষদের ধন্যবাদ জানাই। আমি প্রায় মৃত অবস্থায় আছি। গেলো তিন দিনে আমরা ছয় ঘন্টাও ঘুমাইনি।







লিওনেল মেসি, পাওলো দিবালারা বিশ্বকাপের সময় পরিবারের সান্নিধ্য পেলেও ব্যতিক্রম ছিলেন রদ্রিগো ডি পল। এই মিডফিল্ডারের সঙ্গিনী মার্তিনা স্তসেলের সঙ্গে দেখা হয়নি দীর্ঘদিন। আর্জেন্টিনার জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী







মার্তিনা স্তসেল তখন স্টেজ শোর প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ করেই সঙ্গিনীকে চমকে দেন রদ্রিগো ডি পল।বুয়েনেস আইরেসের প্যারেডে অংশ নিয়ে বিপদে পরেছেন পাপু গোমেজ। সূর্যের তাপে ত্বকের সমস্যায় এ আর্জেন্টাইন। মজা করে ফ্যানদের কাছে অ্যালোভেরাও চেয়েছেন তিনি। এছাড়া ম্যাক অ্যালিস্টার, ওতামেন্দিরা কয়েকটা দিন পরিবারের সঙ্গেই কাটাবেন।