রিভার্স সুইপ করতে গিয়ে লাইন মিস করলেন শিখর ধাওয়ান, বলটা ব্যাটে লেগে লাগলো স্টাম্পে। পড়ে গেলো বেল। মেহেদি হাসান মিরাজ ভাঙলেন ভারতের উদ্বোধনী জুটি।







মাত্র ৭ রান করেই সাজঘরের পথ ধরেছেন ভারতীয় ওপেনার ধাওয়ান। ২৩ রানের মাথায় ভারতের প্রথম উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।







এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ২৩ রান। রোহিত শর্মা ১২ আর বিরাট কোহলি ০ রানে অপরাজিত আছেন।







মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অধিনায়ক লিটন দাস। বোলিং উদ্বোধন করেন মোস্তাফিজুর রহমান। প্রথম ওভারে দেন মাত্র ১ রান। দ্বিতীয় ওভারে হাসান মাহমুদ বাউন্ডারি হজম করলেও ৫ রানের বেশি খরচ করেননি। চাপ ধরে রেখে বোলিং করছে টাইগাররা।