কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হওয়ার আগে সুখবর পেল ব্রাজিল। নেইমার চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন। রোববার সংবাদ সম্মেলনে সেলেসাও কোচ তিতে পিএসজি তারকা







নেইমারের ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ইভিনিং স্ট্যান্ডার্ডের। সংবাদ সম্মেলনে তিতের সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভা। এক গণমাধ্যমকর্মী তার কাছে প্রশ্ন রাখেন







নেইমারের দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলার সম্ভাবনা নিয়ে। থিয়াগো তখন নিজে কিছু না বলে কোচকে জবাব দিতে অনুরোধ করেন। তিতে এক কথায় বলেন, ‘হ্যাঁ (নেইমার খেলছে)।’







এবারের আসরে সার্বিয়ার বিপক্ষে দলের প্রথম ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন নেইমার। আঘাত গুরুতর হওয়ায় গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে খেলতে পারেননি তিনি।