কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। গ্রুপ পর্বের শেষ দিনে নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নেমেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিপক্ষ ক্যামেরুন। ম্যাচটিতে হঠাৎ মাঠে দেখা যায় ইনজুরির কারণে







সার্বিয়ার ম্যাচের ৮০ মিনিটের মাথায় মাঠ ছাড়া ব্রাজিলিয়ান পোস্টর বয় নেইমারকে। না তিনি খেলতে আসেননি। এসেছেন গ্রুপ পর্বের শেষ ম্যাচে দলকে উজ্জীবিত করতে। সার্বিয়ার বিপক্ষে মাঠ ছাড়ার পর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের







বিপক্ষে খেলতে পারেননি নেইমার। আজও মাঠে নামা হয়নি তার। খেলতে না নামলেও মাঠে এসে নিজ দলের সাপোর্ট স্টাফদের সঙ্গে আড্ডায় মেতে উঠেন নেইমার জুনিয়র। তাকে হাসি-ঠাট্টা করতেও দেখা যায় এদিন।







দ্বিতীয় দল হিসেবে কাতার বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করে ব্রাজিল। আজই নির্ধারণ হবে তাদের প্রতিপক্ষ। নেইমারের সবশেষ ইনজুরির কথা এখনও জানায়নি ব্রাজিল ফুটবল। তবে তার বাবা বলছেন নেইমারকে ফাইনালে দেখা যাবে।







সার্বিয়া ও সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ে ৬ পয়েন্ট নিয়ে শেষ ষোলোর টিকিট কাটে ব্রাজিল। আজকের ম্যাচটি কেবলই নিয়মরক্ষার। তাইতো এই ম্যাচে শুরুর একাদশে ১০টি পরিবর্তন আনে কোচ তিতে। রিজার্ভ বেঞ্চের ফুটবালারদের পরীক্ষা-নিরীক্ষা করে নিচ্ছেন তিনি।