






বর্তমানে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দল ভালো পারফরম্যান্স করলেও প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারছে না বাংলাদেশ টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট দল। যে কারণে গত বছর বাংলাদেশ টি-টোয়েন্টি দলের জন্য আলাদা







কোচ হিসাবে শ্রীধরন শ্রীরামকে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।খুবই অল্প সময়ের মধ্যে তার পরিবর্তন গুলি ছিল চোখে পড়ার মতো। তাইতো টি-টোয়েন্টি ক্রিকেটের পর এবার টেস্ট ক্রিকেটেও একই পথে হাঁটতে যাচ্ছে বাংলাদেশ







ক্রিকেট বোর্ড।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছেন টেস্ট ক্রিকেটারের জন্য ভালো মানের কোচ আনতে যাচ্ছে বিসিবি। মিরপুরে আজ ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ শেষে সাংবাদিকদের







সাথে আলাপকালে জালাল ইউনুস বলেন,“আমাদের একজন কোচ দরকার, যে টেস্ট ক্রিকেটের জন্য ভালো। ওয়ানডেতে আমরা ভালোই করছি। সেটার দিকে তা-ও নজর রাখা দরকার, কারণ বিশ্বকাপ খুবই কাছে, ২০২৩ সালে। এটির







দিকে নজর রাখতে হবে। পাশাপাশি আমরা চাই, টেস্ট দলের টিম ম্যানেজমেন্টে যারা থাকবেন, তারা যেন ইম্প্যাক্ট রাখতে পারেন।”তিনি আরো বলেন, কোচের যাতে দলের ওপর ইমপ্যাক্ট থাকে, “দলের মধ্যে তার ইনফ্লুয়েন্স থাকে,







প্রভাব থাকে। আমাদের এই ধরনের কোচ দরকার। আমার মনে হয় শিগগির আপনারা কিছু পরিবর্তন দেখতে পাবেন। দেখা যাক, চেষ্টা করছি আমরা”অন্য দলগুলি যখন এগিয়ে যাচ্ছে তখন নিজের জায়গায় দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ
ক্রিকেট দল। টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তান নামিবিয়ার পরিবর্তন চোখে পড়ার মতো। অন্যদিকে টেস্ট ক্রিকেটেও বারবার জয়ের কাছে গিয়েও প্রত্যাশা পূরণ হচ্ছে না বাংলাদেশের।
জালাল ইউনুস আরো বলেন, “আমরা অবশ্যই চাইব একটা শক্তিশালী দল। মানসম্পন্ন ক্রিকেট খেলতে হবে, তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে হবে। এমন নয় যে আমরা টেস্ট খেলছি স্রেফ খেলার জন্য। নিচের র্যাঙ্কের দলের সঙ্গে জিতে খুশি হচ্ছি, আনন্দ করছি, এমন নয়। আজ যেমন ভারতের সঙ্গে, ইট ওয়াজ ভেরি ক্লোজ”।