ভারতের বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে জিতেছে বাংলাদেশ। কিন্তু সেটা নিয়ে মাথা ব্যথা নেই মাশরাফি বিন মুর্তজার। দলের মধ্যে ভালো বোঝাপড়াটাকেই গুরুত্বপূর্ণ মনে করছেন এ সাবেক টাইগার অধিনায়ক।







টাইগারদের জয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এভাবেই প্রশংসা করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। “সব সময় বলি, এ ফরমেটে আমরা যা তা করে ফেলতে পারি। দলে কে খেলবে কে খেলবেনা, প্রতিপক্ষ কে এগুলো খুব ম্যাটার করেনা। দারুন বোঝাপড়া







আছে আমাদের এ ফরমেটে”-বলছিলেন নড়াইল এক্সপ্রেস। প্রশংসা করতে ভোলেননি ম্যাচে দারুণ ফর্মে থাকা ক্রিকেটারদের। “সাকিব সব সময়ের মতো অসাধারন, ইবাদত দিন দিন দারুন ইনপ্রুভ করছে, তাছাড়া বেলাররা কম-বেশি সবাই ভালো করেছে”







“লিটন, বোলার সাফলিং থেকে শুরু করে ফিল্ড প্লেসমেন্ট এক কথায় অসাধারন। বোঝায় যায়নি নতুন কেউ দায়িত্বে আছে”-বলছিলেন মাশরাফি। কিন্তু ব্যাটিংয়ে নজর দিতে হবে টাইগার ব্যাটারদের সেটা নিয়ে দিয়েছেন পরামর্শ। “ব্যাটিংটা এখন ঠিক ঠাক মতো হওয়া দরকার।বাট মিরাজ ওয়াও ওয়াও ওয়াও ইউ বিউটি।







মোস্তাফিজের বোলারদের ভিতর আগে ব্যাটিং করা উচিত” আর ওয়ানডেতে বাংলাদেশ যে দারুণ শক্তিশালী দল, সেটা আরো স্পষ্ট হয় ম্যাশের শেষ বাক্যে, “আর ফরমেট, ওডিআই তারপর আবার মিরপুর, প্রতিপক্ষ কে তা দেখার সময় কোথায়”