টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে কাতারে লিওনেল মেসির নেতৃত্বে পা রাখে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিজেদের উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হারে সেই মিশনে বড় ধাক্কা খায় আলবিসেলেস্তেরা। কিন্তু এরপরেই ঘুরে







দাঁড়িয়ে টানা চার জয়ে তারা এখন সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৪-৩ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দুই পেনাল্টি ঠেকিয়ে ম্যাচের নায়ক আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ডাচেদের হারানোর পর







সবাই যখন আনন্দ উদযাপন করতে একদিকে ছুটছেন ঠিক তখনি মেসি ছুটলেন অন্যদিকে। এক ভিডিওতে দেখা যায়, মেসি দৌড়ে যাচ্ছেন আর্জেন্টাইন ম্যাচের জয়ের নায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ কাছে। মাটিতে চিৎ হয়ে শুয়ে







থাকা মার্টিনেজকে জড়িয়ে ধরে সবার আগে জয়ের আনন্দ ভাগাভাগি করে নেয় তার সঙ্গে। আগামী মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় প্রথম সেমিফাইনালে লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া।