






কাতার বিশ্বকাপে নিজেদের হেক্সা জয়ের মিশনে গিয়েছিল ব্রাজিল দল। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশটিতে ক্রোয়েশিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয় সেলেসাওদের। নেইমারদের বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার কিছুক্ষণের







মধ্যেই ব্রাজিলের কোচের পদ থেকে সরে দাঁড়ান তিতে। সেই ব্যর্থতার মাশুল তাকে নিজ দেশের ছিনতাইকারীদের কাছেও দিতে হয়েছে।ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, রাজধানী রিও ডি জেনিরোতে স্থানীয় সময় ভোর ৬টায় হাঁটতে বের







হয়েছিলেন তিতে। সেখানেই ছিনতাইয়ের কবলে পড়েন তিনি। এ সময় গলার চেন নেওয়ার সঙ্গে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে ব্যর্থ হওয়ায় কটাক্ষও শুনতে হয় ‘প্রফেসর’ খ্যাত এই কোচকে।ব্রাজিল দলের ডাগআউটে ২০১৬ সালে







দায়িত্ব নেন তিতে। দায়িত্ব নিয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে গিয়েছিলেন তিনি। কিন্তু দেশকে শিরোপা জেতাতে ব্যর্থ হন ৬১ বছর বয়সী এই কোচ। তবুও তার ওপর আস্থা রেখেছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।আস্থার প্রতিদান দিতেও







বেশি সময় নেননি তিতে। তার অধীনে পরের বছর উপমহাদেশের কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলে ব্রাজিল। ফলে কাতার বিশ্বকাপেও হট ফেভারিট ছিল থিয়াগো সিলভার দল।কিন্তু শুরুতে আশা জাগালেও শেষ পর্যন্ত নামের পাশের সেই ঝলকটা
মাঠে ঠিকমতো দেখাতে পারেনি তারা। ফলে নেইমারদের কান্নাজড়িত কণ্ঠে বিদায় নিতে হয়েছে। এই হারের দায়ে এবার ছিনতাইকারীর কাছেও কথা শুনতে হলো তিতেকে।