






আবার শেরে বাংলার নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠের ভেতর ঢুকে পড়লো দর্শক। শুক্রবার দুপুর ৩টা বাজার কয়েক মিনিট পর ঘটেছে এ ঘটনা।হোম অব ক্রিকেটের পূর্ব দিকের গ্যালারি থেকে হঠাৎ এক দর্শক ঢুকে পড়েন মাঠে। মাঠে ঢুকে তিনি সোজা







বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান কাছে ছুটে যান এবং পা ছোঁয়ার চেষ্টা করেন।সালাম করেও ফেলেন। সঙ্গে সঙ্গে দু’দিক থেকে নিরাপত্তা রক্ষী ও পুলিশ বাহিনীর সদস্যরা ছুটে আসেন তাকে ধরতে। পাগল-ভক্ততে জাপটে ধরে নিয়ে যাওয়া হয়







মাঠের বাইরে।কে এই অতি উৎসাহী দর্শক? তিনি কি শুধু সাকিবকে সালাম করতেই মাঠে ঢুকেছিলেন, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল?বিসিবি নিরাপত্তা কমিটি সূত্রে জানা গেছে, ওই আবেগপ্রবণ ও অতি উৎসাহী সাকিব ভক্তের নাম আরাফাত। বাড়ি মাদারীপুর। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।