






২০২২-২৩ মৌসুমের তিন ভাগের এক ভাগ সবে শেষ হয়েছে। বিশ্বকাপ শুরুর পূর্বে ক্লাব ফুটবলের খেলাটা যেখানে থেমেছে সে সময়ের মধ্যে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা প্লেয়ারদের মধ্য থেকে সেরা একাদশ বাছাই করেছে জনপ্রিয়







ফুটবল বিষয়ক পোর্টাল গোলডটকম।গোলের বাছাই করা এই একাদশে জায়গা হয়নি অনেক ফুটবলারের। তাদের মধ্যে রয়েছে রিয়াল মাদ্রিদের কোর্তোয়া, ভিনিসিয়াস জুনিয়র, লুকা মদ্রিচ, বার্সার লেভানদোভস্কি কিংবা পেড্রিদের।







এমনকি জায়গা হয়নি ফ্রান্সের ক্লাব পিএসজির হয়ে দুর্দান্ত খেলা কিলিয়ান এমবাপ্পের। তবে সেখান থেকে মেসি এবং নেইমার উভয়েই আছেন একাদশে।







গোলের করা একাদশ
ব্রিক সাম্বা (গোলরক্ষক/লেন্স), কাইরান ট্রিপিয়ার (নিউক্যাসল), কিম মিন জাই (নাপোলি), উইলিয়াম সালিবা (আর্সেনাল), জোয়াও ক্যান্সেলো (ম্যানসিটি), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি), জামাল মুসিয়ালা (বায়ার্ন মিউনিখ), নেইমার জুনিয়র (পিএসজি), লিওনেল মেসি (পিএসজি), কাভিচা কোয়ারতশেলিয়া (নাপোলি), আরর্লি হালান্ড (ম্যানচেস্টার সিটি)।