






কাতার বিশ্বকাপের ফাইনাল হয়ে গেছে আরো এক দিন আগে। কিন্তু বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের ফুটবল জ্বর এখনো কমেনি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের রাতে তিনি মেসির জার্সি পরে মাঝরাতে







রাস্তায় নেমেছিলেন। আজ মঙ্গলবার তাকে দেখা গেল আর্জেন্টিনার জার্সি গায়ে মিরপুরে অনুশীলন করতে। ছবি তুলেছেন মীর ফরিদ।ক্রিকেটারদের অনুশীলনে ফুটবল খেলা নিয়মিত ঘটনা। সাকিব আজ ফুটবল খেলেছেন আর্জেন্টাইন মহানায়ক







লিওনেল মেসির জার্সি পরে। সূচি অনুযায়ী বাংলাদেশ দলের আজ ঐচ্ছিক অনুশীলন ছিল। তবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর একটার দিকে ক্রিকেটারদের আসতে দেখা যায়।মরুর বুকে যখন চলছিল ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপ,







তখন সাকিব আল হাসানরা ব্যস্ত ঘরের মাঠে ভারতের বিপক্ষে হোম সিরিজ নিয়ে।ওয়ানডে এবং টেস্ট সিরিজ চলাকালীন রাত জেগে খেলা দেখারও অভিযোগ আছে। চট্টগ্রাম টেস্টে তো মাঠে হাই তুলতেও দেখা গেছে অধিনায়ক সাকিবকে।







রবিবার রাতে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর আর্জেন্টিনার শিরোপা জয় রাস্তায় উদযাপন করেছেন সাকিব।রবিবার মাঝরাতে ঢাকার রাজপথ ছিল উত্তাল। অসংখ্য মানুষ নেচে, গেয়ে, মিছিল করে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উদযাপন করেছে। সাকিবও গাড়ির ভেতরে থেকে যোগ দেন তাদের সাথে।