অঘটন, নাটকীয়তা আর রোমাঞ্চ ছড়িয়ে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ‘দ্য গ্রেটেস্ট অন আর্থ’ খ্যাত ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়েছে। বিরতি নেই, আজ থেকে শুরু নকআউট পর্বের খেলা। শেষ ষোলোর দ্বিতীয় ম্যাচেই আজ মাঠে নামছে







এবারের হট ফেভারিট আর্জেন্টিনা, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। নকআউট পর্বে কোন ধরনের ঝুঁকি না নিয়ে, সেরা একাদশ নিয়েই মাঠে নামবে স্ক্যালোনির দল। বাংলাদেশ সময় রাত ১টায় কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে নামছেন লিওনেল মেসিরা।







শেষ ষোলোর লড়াইয়ে মাঠে নামার আগে কঠিন সমস্যায় আর্জেন্টিনা। ঊরুর চোটের কারণে অনিশ্চিত ডি মারিয়া। শুরুর একাদশে নাও থাকতে পারেন আর্জেন্টাইন এই উইঙ্গার। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’এর সম্ভাব্য







একাদশে আছে ডি মারিয়ার নাম। আর্জেন্টাইন এই উইঙ্গার না থাকলে ফিরতে পারেন লাউতারো মার্টিনেজ। পোল্যান্ড ম্যাচে শুরুর একাদশে ছিলেন না তিনি, বদলি হিসেবে নেমেছিলেন ৭৯ মিনিটে। এই ম্যাচে ফিরতে পারেন প্রথম ম্যাচে মূল একাদশে সুযোগ







পাওয়া রাইটব্যাক নাহুয়েল মলিনা। যদিও ওই ম্যাচে তার থেকে চোখে পড়ার মতো কোনো পারফরম্যান্স পাননি ফুটবলপ্রেমীরা। এছাড়া গিদো রদ্রিগেজ বা এনজো ফার্নান্দেজের মধ্যে যেকোনো একজন শুরুর একাদশে জায়গা করে নিতে পারেন। এক্ষেত্রে জায়গা ছেড়ে







দিতে হবে মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে। লেফট ব্যাকে অ্যকুনার পরিবর্তে খেলছেন তাগলিয়াফিকো, এটা নিশ্চিত। রক্ষণে মলিনার সাথে ক্রিস্টিয়ান রোমেরা ও ওটামেন্ডিও নিশ্চিত। মিডে এনজোর সাথে থাকতে পারেন আগের ম্যাচের তারকা ম্যাক অ্যালিস্টার ও ডি পল। মেসির সঙ্গে পারফেক্ট নাইনে থাকবেন আলভারেজ।







এদিকে একাদশ মোটামুটি সেট হলেও দুশ্চিন্তা আছে টানা খেলার ধকল নিয়ে। মাত্র দুদিনের বিরতি দিয়ে দুটো কঠিন ম্যাচ খেলতে হচ্ছে আর্জেন্টিনার। ফুটবলারদের ক্লান্তির বিষয়টি বিবেচনায় এনে দলে শেষ মুহুর্তে পরিবর্তন আনতে পারেন স্ক্যালোনি।







আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, মোলিনা, ওটামেন্ডি, ক্রিস্টিয়ান রোমেরো, তাগলিয়াফিকো, ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, জুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, ডি মারিয়া/লাউতারো মার্টিনেজ।