






সৌদি আরবের কাছে হারের পর যারা আর্জেন্টিনাকে নিয়ে ট্রলে মেতেছিলেন তাদের কণ্ঠেই মেসি বন্দনা। ফাইনালের আগে সেরে উঠেছেন অ্যাঞ্জোলো ডি মারিয়া। কার্ড জটিলতা কাটিয়ে ফেরার অপেক্ষায় মার্কোস আকুনা ও গঞ্জালো মন্টিয়েল।







হোয়ার ইজ মেসি? প্রথম ম্যাচে আর্জেন্টিনার হারের পর সৌদি আরব ফ্যান আব্দুল্লাহ আল আয়াদার এই ভিডিও চিত্র বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল আর সমালোচনার শিকার হয়েছিল মেসি ও আলবিসেলেস্তেরা।







তবে সময়ের সঙ্গে বদলে গেছে ছবি। এবার সেই সৌদি ভক্তের কন্ঠেই মেসি বন্দনা।বিশ্ব আসরে আরো একবার মুখোমুখি ফ্রান্স-আর্জেন্টিনা। গেলবার ফরাসিদের সঙ্গে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল দু’বারের বিশ্বজয়ীরা। এবার প্রতিশোধের







পালা। সঙ্গে ৩৬ বছরের আক্ষেপ ঘোচানোর সুবর্ণ সুযোগ লিওনেল স্কালোনি শীষ্যদের।সোনালী ট্রফি থেকে আর মাত্র একধাপ দূরে আর্জেন্টিনা। এবার আর ভুল করতে চান না এলএমটেন। মারাকানার শোক ভুলে কাতারে সোনালী ট্রফি উচিয়ে ধরার প্রত্যয়।







আরও পড়ুন: পূজারা, গিলের সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে পাহাড়সম লক্ষ্যস্বস্তি আর্জেন্টিনা শিবিরে। ফাইনালে মেসি, জুলিয়ান আলভারেজদের সঙ্গে আক্রমণে ফিরতে পারেন অ্যাঞ্জেলো ডি মারিয়া। কার্ড জটিলতা কাটিয়ে ফিরছেন মার্কোস







আকুনা ও গঞ্জালো মন্টিয়েল।হ্যামস্ট্রিং ইনজুরিতে শেষ দু’ম্যাচ শেষ না করেই মাঠ ছাড়তে হয়েছে রদ্রিগো ডি পলকে। ফাইনালের জন্য তিনিও প্রস্তুত। পুরো স্কোয়াডে শুধু শঙ্কায় পাপু গোমেজ।রাশিয়া থেকে কাতার ভঙ্গুর এক দল আজ স্বপ্ন ছোঁয়ার







দ্বারপ্রান্তে। সুপার ট্যাকটিশিয়ান স্কালোনির রণকৌশলে আলবিসেলেস্তেদেরে চূড়ান্ত মহারণের অপেক্ষায় ফুটবল বিশ্ব। আকাশি নীল জার্সিতে জীবনের শেষ সমরে নিশ্চয়ই নিজের সেরাটা দিতে চাইবেন ক্ষুদে জাদুকর।
https://www.facebook.com/watch/sports24team/