চলমান কাতার বিশ্বকাপে এফ গ্রুপের শেষ ম্যাচে আজ আল থুমামা স্টেডিয়ামে কানাডার বিপক্ষে খেলছে মরক্কো। আজ ড্র করলেই দলটির নক আউট পর্বের টিকিট নিশ্চিত হবে। তবে এমন ম্যাচে এগিয়ে থেকেই বিরতিতে গেছে আফ্রিকার দেশটি।







প্রথমার্ধ শেষে কানাডার বিপক্ষে ২-১ গোলে এগিয়ে মরক্কো। যেখানে বিশ্বকাপে মরক্কোর ইতিহাসের দ্রুততম গোল করেছেন হাকিম জিয়েখ। প্রথমার্ধে ৪১ শতাংশ সময় বলের দখল রেখেছে কানাডা। অন্যদিকে মরক্কোর কাছে বল ছিল ৪৬ শতাংশ সময়। আফ্রিকার দেশটি গোলের জন্য সাতটি শট নেয়। যার মাঝে দুটি ছিল অন টার্গেট, প্রতিটিই রূপান্তরিত হয় গোলে।







অন্যদিকে মরক্কোর গোলমুখে দুটি শট নেয় কানাডা। এর মাঝে একটি শটে গোল হজম করেছে আফ্রিকার দেশটি। কানাডার বিপক্ষে ফেবারিট হিসেবেই খেলতে নেমেছে মরক্কো। এ অবস্থায় ম্যাচের একদম শুরুতেই ভুল করে বসেন উত্তর







আমেরিকার দেশটির গোলরক্ষক। মিলান বোরজান ডিফেন্ডারের কাছ থেকে ব্যাক পাস পেলে সেটি ক্লিয়ার করতে গিয়ে সোজা হাকিম জিয়েখের পায়ে দেন তিনি। ডি বক্সের অনেকটা বাইরে থেকে দারুণ দক্ষতায় চিপ করে বল জালে জড়ান জিয়েখ। ম্যাচের চতুর্থ মিনিটে গোল করেন তিনি, যা দেশের ইতিহাসে বিশ্বকাপে দ্রুততম।







এর আগের রেকর্ডটি ছিল ১৪ মিনিটে হওয়া গোল। ম্যাচের ১৫ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি কানাডার হইলেট। এর কিছু পরই ২৩তম মিনিটে লক্ষ্যভেদ করে মরক্কোর লিড দ্বিগুণ করেন ইউসেফ এন







নেসরি। একই সঙ্গে মরক্কোর ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে দুটি বিশ্বকাপে গোলের গৌরব অর্জন করেন তিনি।
বিস্তারিত আসছে…