






বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর শুরু হবে ৬ জানুয়ারি সেটা আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ







এই নিয়ন্ত্রক সংস্থা।চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল। ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকায় চলবে প্রথম পর্বের খেলা। এরপর বিপিএলের দলগুলো পাড়ি জমাবে চট্টগ্রামে। দুইদিনের







বিরতি দিয়ে চট্টগ্রামে ১৩ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্বের খেলা। চট্টগ্রাম পর্ব শেষ হবে ২০ জানুয়ারি।এরপর দুদিনের জন্য আবারও ঢাকায় ফিরবে বিপিএল। ২৩ ও ২৪ জানুয়ারি খেলা শেষে ২৭ জানুয়ারি থেকে মাঠে গড়াবে সিলেট







পর্বের খেলা। এই পর্ব শেষ হবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এরপর বিপিএলের বাকি সব ম্যাচই ঢাকাতে।১২ ফেব্রুয়ারি এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ারের ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচটি ১৪ ফেব্রুয়ারি। এরপর ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। শেষ চার ও ফাইনাল ম্যাচের জন্য একদিন করে রিজার্ভ ডে রয়েছে।