






কাতার বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন সময়ের সেরা তারকা ফুটবলার লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের ফাইনালে একে অপরের মুখোমুখি হয় তারা। জাতীয় দলের হয়ে আলাদা জার্সিতে খেললেও ক্লাব ফুটবলে দুইজনেই খেলেন পিএসজির হয়ে।







মেসি-এমবাপ্পের এমন দুর্দান্ত ছন্দে নতুন করে আশা বুনতে পারেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। হয়তো তাদের হাত ধরেই আরাধ্য চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের স্বপ্ন বুনছেন তিনি। পুরো বিশ্বকাপে মেসি আর এমবাপ্পে যে নৈপুণ্য দেখিয়েছেন তাতে







খেলাইফি মনে মনে ভাবতে পারেন, ‘এবারের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা আমাদেরই’। ফ্রান্সের জার্সি গায়ে ফাইনালে হ্যাটট্রিকসহ ৮ গোল করে গোল্ডেন বুট নিজের করে নেন এমবাপ্পে।অন্যদিকে, এমবাপ্পের আরেক সতীর্থ মেসি ৭ গোল







করে গোল্ডেন বল জেতেন। জাতীয় দলের দায়িত্ব শেষে কয়েক দিনের ছুটি কাটিয়ে আবারও পুনরায় ক্লাবে ফিরবেন এই দুই তারকা ফুটবলার। বিশ্বকাপের জয়-পরাজয় ভুলে দুজনই এবার কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন পিএসজিকে ইউরোপসেরা করার লড়াইয়ে।







এই মাসের শেষ দিকেই শুরু হবে লিগ ওয়ান। ২৮ ডিসেম্বর স্ট্রাসবুর্গের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্লাব জার্সিতে দেখা যাবে মেসি-এমবাপ্পেদের। তবে পিএসজির আসল পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারিতে। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে পিএসজির প্রতিপক্ষ বায়ার্ন







মিউনিখ। তাদের কাছে হেরেই ২০২০ ফাইনালে শিরোপা হাতছাড়া করেছিল প্যারিসের ক্লাবটি।বিশ্বকাপে যে দুর্দান্ত ছন্দে ছিলেন মেসি-এমবাপ্পে, তাতে ক্লাবের জার্সি গায়ে এই দুই ফুটবলারের থেকে বাড়তি কিছুই চাওয়া থাকবে পিএসজি কর্তৃপক্ষের।
শক্তিশালী দল গড়ে ক্লাবটির মূল লক্ষ্য ইউরোপিয়ান অভিজাতদের কাতারে উঠা। আর সেটির জন্য চ্যাম্পিয়ন্স লিগ জয়ের বিকল্প নেই পিএসজির সামনে।