সেমিফাইনালের টিকিট নিশ্চিতের লক্ষ্যে শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ৯টায় মাঠে নামবে ব্রাজিল। মাঠে নামার আগে ব্রাজিলের দুশ্চিন্তা লেফটব্যাক পজিশন নিয়ে। প্রথম দুই ম্যাচে এ জায়গায় নিখুঁতভাবে দলকে সামলে ছিলেন অ্যালেক্স সান্দ্রো। কিন্তু ক্যামেরুন ও দক্ষিণ







কোরিয়ার বিপক্ষে তার অনুপস্থিতিতে নিজেদের খুব একটা প্রমাণ করতে পারেননি অ্যালেক্স টেলেস ও দানিলো।তার ওপর অ্যালেক্স টেলেস হাঁটুর ইনজুরিতে দল থেকে ছিটকে যাওয়ায় এখন তিতের কাছে একমাত্র উপায় দানিলো। যদিও হিপ ইনজুরি থেকে নিজেকে মোটামুটি







সারিয়ে তুলেছেন অ্যালেক্স সান্দ্রো। তাছাড়া ম্যাচের আগের দিন অনুশীলনেও তার মধ্যে খুব একটা সমস্যা দেখা দেয়নি। তবে কোচ তিতে তাকে শুরুর একাদশে রাখছেন না বলেই জানাচ্ছে দেশটির সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্ত।এদিকে সেলেসাওদের জন্য স্বস্তির খবর, নেইমার







জুনিয়র অনুশীলন করেছেন স্বাচ্ছন্দ্যে। এর আগে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তাকে শতভাগ ফিট পাওয়া যায়নি। তবে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মাঠে নামারে আগে তিনি দলের সঙ্গে অনুশীলন করেছেন পুরো দমে। তাছাড়া ক্রোয়েশিয়ার বিপক্ষে তার অতীত রেকর্ডটাও ভালো।







ক্রোয়াটদের বিপক্ষে ২ ম্যাচে তার ঝুলিতে আছে ৩ গোল।ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন বেকার, এদের মিলিতাও, থিয়াগো সিলভা, মারকুইনস, দানিলো/সান্দ্রো, ক্যাসেমিরো, লুকাস পাকেতা, রাফিনিয়া, রিচার্লিসন, নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়র।