






আউট হওয়ার পর বিরাটের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটারদের বচসা বাঁধে। কিন্তু, এবার দেখা গেল একেবারে অন্য ছবি।বাংলাদেশকে হারিয়ে টেস্টে শেষ হাসি হেসেছে ভারত। মেহেদি হাসান মিরাজ পাঁচ উইকেট শিকার করলেও শেষমেশ দলকে







জেতাতে পারেননি। কিন্তু, ম্যাচের পর তিনি বিশেষ উপহার পেয়েছেন। বিরাট কোহলি তাঁকে নিজের একটি জার্সি উপহার হিসেবে দিয়েছেন। আর সেই উপহার পেয়ে খুশি মিরাজ।জানা গিয়েছে, বিরাট কোহলির থেকে একটি জার্সির আবদার







জানিয়েছিলেন মিরাজ। ঢাকা টেস্ট শেষ হওয়ার পর মিরাজের সেই আবদার রাখেন কিং কোহলি। সঙ্গে দেন অটোগ্রাফও। বিরাটের থেকে উপহার পেয়ে আপ্লুত বাংলাদেশের এই তরুণ তুর্কি। একইসঙ্গে বিরাট তাঁর সঙ্গে রসিকতাও করেছেন।







মিরাজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “বিরাট কোহলি হাসতে হাসতে আমাকে বলেছিলেন আমাকে আউট করে জার্সি নিয়ে যাচ্ছিস!” প্রসঙ্গত, ম্যাচের তৃতীয় দিনে বিরাট কোহলিকে ১ রানে ফিরিয়েছিলেন মিরাজ। মেহেদি মিরাজ বিরাটের







উপহার দেওয়াসর সেই ছবি ফ্রেমবন্দিও করেছেনএবং তা সোশাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, “বিশ্বের অন্যতম বিখ্যাত ক্রিকেটারের থেকে উপহার।” নেটিজেনরাও এই ছবি দেখে কার্যত আপ্লুত। বাংলাদেশি গীতিকার রবিউল ইসলাম জীবন







একটি কমেন্টে লেখেন, “ক্রিকেট যে ‘ভদ্রলোকের খেলা’-দিন শেষে তা প্রমাণ করলেন বিরাট কোহলি। ভালোবাসা দুজনের জন্য।”অপর এক নেটিজেন লিখেছেন, “অত্যন্ত ভালো পদক্ষেপ। তুমিও কয়েকদিন পর তোমার জার্সি উপহার দেবে নবীনদের।







সেই চিত্র দেখার অপেক্ষায় থাকলাম।” ২২ গজে এই দুই প্রতিপক্ষের মধ্যে এই ভালোবাসা বিনিময়ে কার্যত খুশি নেটিজেনরা। অপর এক নেটিজেন লিখেছেন, “মাঠে যতই আক্রমণাত্মক থাকুক না কেন, দিনশেষে এমন হাসিমুখগুলো ক্রিকেটের সৌন্দর্য।”
উল্লেখ্য, ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট মীরপুরে অনুষ্ঠিত হয়। তৃতীয় দিনে বিরাট কোহলি আউট হওয়ার পর বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। মেহদি হাসান মিরাজের বলে ক্যাচ আউট হন তিনি। বিরাট আউট হওয়ার
পরেই বাংলাদেশের ক্রিকেটাররা তা উদযাপন করতেই বিরাট কোহলির সঙ্গে তাঁদের কথা কাটাকাটি শুরু হয়।প্যাভিলিয়নে ফিরতে গিয়েও তিনি দাঁড়িয়ে পড়েন। বাংলাদেশি ক্রিকেটারদের উপর রেগে যান তিনি। বিষয়টি এতটাই বড় হয় যে এগিয়ে আসতে
হয় টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসান। তিনি কোহলির সঙ্গে কথা বলেন এবং বিতর্কে ইতি টানেন। মেহদি হাসান মিরাজে এই পোস্টে স্পষ্ট সেই তিক্ততা ভুলে গিয়েছেন কোহলি। এখন ‘অল ইজ ওয়েল’।