






আজ কোচিতে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরের ক্রিকেটারদের নিলাম। নিলাম শুরু হবে বাংলাদেশ সময় দুপুর তিনটায়। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে। আইপিএলের এবারের আসরে অংশগ্রহণ করতে ৬







বাংলাদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন। সব মিলিয়ে ৯৯১ ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন যেখানে ভারতীয় ক্রিকেটার রয়েছেন ৭১৪ জন।ভারতের বাইরের ক্রিকেটার আছেন ২২৭ জন। তবে ১০টি ফ্র্যাঞ্চাইজির অনুরোধে এই তালিকায়







আরও ৩৬ জন ক্রিকেটারের নাম যুক্ত করা হয়েছে। ফলে মোট ৪০৫ জন ক্রিকেটারকে নিয়ে নিলাম হবে। ১০টি ফ্র্যাঞ্চাইজি মোট ৮৭ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে।৩০ জন বিদেশি ক্রিকেটারের জায়গা ফাঁকা আছে। বাংলাদেশ থেকে







সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও আফিফ হোসেন আইপিএলে নাম দিয়েছিলেন।সেখান থেকে শর্ট লিস্টে নাম রয়েছে সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস, লিটন দাসের।







বাদ পড়েছেন শরিফুল ইসলাম, নাসুম আহমেদ। তবে এবারের নিলামে দল নাও পেতে পারে বাংলাদেশি ক্রিকেটাররা। যদিও ধারণা করা হচ্ছে সাকিব আল হাসান, লিটন দাস এবং তাসকিন আহমেদ দল পেতে পারেন।তবে জানা গেছে







আইপিএলের পুরো সময়ের জন্য খেলতে পারবে না বাংলাদেশি ক্রিকেটাররা। আগামী মার্চ এবং এপ্রিলে আয়ারল্যান্ডের সাথে দুইবার সিরিজ খেলবে বাংলাদেশ। দুই সিরিজ মিলিয়ে একটি টেস্ট ছয়টি ওয়ানডে এবং সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।







দিল্লি ক্যাপিটালস মোস্তাফিজুর রহমানকে রিটেইন করায় তার অংশগ্রহণ নিশ্চিত। এবারের আসরে সাকিবের মূল্য ধরা হয়েছে ১ কোটি ৫০ লাখ রুপি। এছাড়াও ৫০ লাখ ভারতীয় রুপি ভিত্তিমূল্যে আছেন বাংলাদেশের তাসকিন আহমেদ, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব।