কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য এই ম্যাচ বাঁচামরার। জিতলেই তারা উঠবে শেষ ষোলোতে, ড্র করলে যেতে হবে সমীকরণে। তবে হারলেই বাদ।







মেক্সিকোর বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না আলভারেজ ও এনজো ফার্নান্দেজ। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে তারা নামতেই বদলে গিয়েছিল খেলার গতিপথ। তাই বাঁচা-মরার ম্যাচে তাদের শুরুর একাদশেই রেখেছেন স্কালোনি।







তাদের জায়গা দিতে একাদশ থেকে ছিটকে গেছেন রদ্রিগেজ ও লাউতারো মার্টিনেজ। রক্ষণভাগেও এক পরিবর্তন এনেছেন স্কালোনি। আগের ম্যাচে লিসান্দ্রো মার্টিনেজ শুরু করলেও এবার শুরু করবেন ক্রিশ্চিয়ান রোমেরো।







পোল্যান্ডের ফুটবলারদের উচ্চতার কথা মাথায় রেখেই হয়তো স্কালোনির এমন সিদ্ধান্ত।
আর্জেন্টিনা স্কোয়াড
এমিলিয়ানো মার্টিনেজ, মার্কাস আকুনা, নিকোলাস ওতামেন্দি, ক্রিশ্চিয়ান রোমেরো, নাহুয়েল মলিনা, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, অ্যাঞ্জেলো ডি মারিয়া, মার্ক অ্যালিস্টার, লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ।