বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে শুক্রবার (৯ ডিসেম্বর) নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এদিন বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে এ খেলা। হাইভোল্টেজ ম্যাচটির আগে চোটে জর্জরিত আর্জেন্টিনা দল। কাতার







বিশ্বকাপের শেষ চারের লড়াই নিশ্চিত করতে হলে লিওনেল মেসিদের পার হতে হবে নেদারল্যান্ডস বাধা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগেই ইনজুরি ভাবাচ্ছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিকে। দলটির তারকা ফুটবলার ডি মারিয়া







ইনজুরির কারণে খেলেননি দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আজকের ম্যাচেও তাকে নিয়ে রয়েছে শঙ্কা। এর মধ্যেই চোট পেয়েছেন রদ্রিগো ডি পল। ম্যাচের তিন দিন আগে অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন তিনি। চোটের







কারণে গত দুইদিন অনুশীলনেও ঠিকঠাক আসেননি এ মিডফিল্ডার। কোয়ার্টারে না খেলার সম্ভাবনা রয়েছে তার। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ স্কালোনি বলেন, আমাদের আরও একটি







প্রশিক্ষণ সেশন আছে। আমরা দেখব রদ্রিগো এবং ডি মারিয়া খেলতে পারবে কি না। সিস্টেমটি সম্ভবত উইঙ্গাররা শারীরিকভাবে কেমন করছে তার উপরও নির্ভর করবে। কারণ গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যে খেলবে শতভাগ ফিট হয়ে







খেলবে। স্কালোনি আরও বলেন, ডি মারিয়া এবং ডি পল অরেঞ্জদের (নেদারল্যান্ডসদের) বিপক্ষে ম্যাচটি মিস করলেও প্রতিপক্ষকে হুমকি দেয়ার মতো যথেষ্ট ফায়ারপাওয়ার রয়েছে আর্জেন্টিনার। লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ এবং পাপু গোমেজ এখনও শেষ আটের জন্য প্রস্তুত। সূত্র : গোল ডট কম