






শ্বাসরূদ্ধকর ফাইনালে শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে ২০২২ বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। তবু ফিফা বিশ্ব র্যাংকিংয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের পেছনে তারা। ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এ







তথ্য জানা গেছে।সেই ১৯৮৬ সালের পর লিওনেল মেসির নেতৃত্বে বৈশ্বিক শিরোপা জেতে আলবিসেলেস্তেরা। শেষ পর্যন্ত স্বপ্নের ট্রফি জেতেন তিনি।মহাকাব্যিক ফাইনালি লড়াইয়ে পেনাল্টি শুটআউটে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে ৪-২ গোলে হারায়







আর্জেন্টিনা। এতে ফিফা র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। অন্যদিকে, টাইব্রেকার ভাগ্যে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল। তবু ফিফা র্যাংকিংয়ে একনম্বরে আছে







ব্রাজিল। কিন্তু কেন?২০২১ সালে ফিফা জানায়, বিশ্ব ফুটবলে র্যাংকিং নির্ধারণে অ্যালগরিদমের একটি নতুন সেট ব্যবহার করা হবে। এরপর এলো পদ্ধতিতে ফিফা-স্বীকৃত যেকোনো প্রতিযোগিতার প্রতিটি খেলার পয়েন্ট বাছাই করা হয়।







এক্ষেত্রে প্রীতি ফুটবল ম্যাচে কম গুরুত্ব দেয়া হয়। গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাকে বেশি প্রাধান্য দেয়া হয়। এছাড়া ফিফা আইনে ৯০ মিনিটের মধ্যে জয়ী দল বেশি পয়েন্ট পায়। অতিরিক্ত সময়ে অর্থাৎ ১২০ মিনিটের মধ্যে জিতলে সেটির চেয়ে কম নম্বর







পায়। আর শুটআউটে জয় পেলে দ্বিতীয়টির চেয়েও কম পয়েন্ট বিজয়ী দলের ঝুলিতে জমা হয়। বিশ্বকাপে ২ ম্যাচ পেনাল্টি শুটআউটে জিতেছে আর্জেন্টিনা। সেই সঙ্গে সৌদি আরবের কাছে হেরে মিশন শুরু করে তারা। অপরদিকে, কাতারে ৩







ম্যাচ জিতেছে ব্রাজিল। আর ২ ম্যাচ হেরেছে তারা। এতে মহাদেশীয় প্রতিবেশী দলকে টপকে ফিফা র্যাংকিংয়ে এগিয়ে গেছে সেলেকাওরা।তবে টাইব্রেকারে জেতা ২ ম্যাচ রেগুলার টাইমে অর্থাৎ নিয়মিত সময়ে জিতলে প্রথম স্থানে উঠতো আর্জেন্টিনাই।
কিন্তু সেটা হয়নি।এছাড়া বৈশ্বিক শিরোপা জিতেও অতিরিক্ত কোনো পয়েন্ট পায়নি আলবিসেলেস্তেরা। স্বাভাবিকভাবেই কোপা আমেরিকা ও ফিনালাসিমা জিতেও সুবিধা করে উঠতে পারেনি তারা।
নতুন ফিফা র্যাংকিং
ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ইতালি, পর্তুগাল, স্পেন,