






কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে। সেই ফাইনালে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে মেসিরা। ম্যাচটির ফলাফল নির্ধারণ হয়েছিল টাইব্রেকারে। এই ম্যাচটিতে নির্ধারিত ৯০ মিনিটে খেলায়







২-২ গোলে সমতা ছিল। এরপর অতিরিক্ত ৩০ মিনিটের খেলা অনুষ্ঠিত হয় এবং সেখানে উভয় দলই একটি গোল করে। তবে অতিরিক্ত সময়ে করা মেসিরএকটি গোলটিই অবৈধ বলে দাবী করেছে অনেকেই। এই সময় মাঠে আর্জেন্টিনার ১৩ জন







প্লেয়ার উপস্থিত ছিল বলে মন্তব্য করেছেন অনেকেই। মেসির এই গোলের সময় আর্জেন্টিনার দুজনপ্লেয়ার মাঠের ভেতরে ঢুকে পরে। তাই যেহেতু ১৩জন প্লেয়ার তখন মাঠে উপস্থিত হয়ে যায়, সেই হিসেবে গোলটি বাতিল হওয়ার কথা এমনটাই দাবী ভক্তদের।