বিশ্বকাপ যতই সামনে এগাচ্ছে ততই বাড়ছে উত্তেজনা। ৩২ দলের বিশ্বকাপ এখন ছোট হয়ে ১৬ দলে এসে ঠেকেছে। চলছে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ। প্রথম দিনই আর্জেন্টিনা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। আর দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিন ব্রাজিল মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার।







বিশ্বকাপ জয়ের জন্য ব্রাজিলের জন্য গলা ফাটাচ্ছেন সদ্য প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পাওয়া লুলা দ্যা সিলভা। বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফেবারিট হিসেবে মনে করেন না বলেও জানান তিনি।







ব্রাজিলের করিন্থিয়াসে এক সাংবাদিক সম্মেলনে লুলা দ্য সিলভা বিশ্বকাপে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের জন্য আর্জেন্টিকা হুমকি মনে করেন না বলেও জানান। এসময় ব্রাজিলের জন্য হুমকি হতে পারে এমন দল হিসেবে ফ্রান্স, ইংল্যান্ড ও স্পেনের নাম বললেও আর্জেন্টিনার নাম নেনি।







লুলা বলেন, ‘ব্রাজিলের উচিত স্পেন, ইংল্যান্ড এবং ফ্রান্সকে নিয়ে সতর্ক থাকা। আমার মনে হয় এরাই ব্রাজিলের জন্য হুমকিস্বরূপ।’







আগামী বছরের জানুয়ারি মাসের ১ তারিখে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন লুলা দ্যা সিলভা।