ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্মরণীয় করে রাখলেন মেহেদী হাসান মিরাজ অলরাউন্ড পারফরমেন্সে ওয়ানডে সিরিজে ম্যান অফ দ্যা টুনামেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে শেষ উইকেট জুটিতে







অবিশ্বাস্য জয় তুলে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এরপর দ্বিতীয় ম্যাচে দলের করুন মুহূর্তে এসে সেঞ্চুরি তুলে আবারো ভারতের বিপক্ষে সিরিজ জয় করে বাংলাদেশ। পুরো সিরিজেই অনবদ্য পারফরমেন্সের কারণে সিরিজ সেরা







পুরস্কার উঠেছে তার হাতেই। ভারতের বিপক্ষে এই সিরিজের জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সেই সাথে আগামী ওয়ানডে বিশ্বকাপে ভালো কিছু করতে চান বলে জানিয়েছেন তিনি। সিরিজ সেরা পুরস্কার







নেওয়ার সময় টাইগার এই অলরাউন্ডার জানিয়েছেন, “প্রতিটি ফরম্যাটেই ভারত ভালো। গত কয়েক বছরে আমরাও ভালো করছি। সামনে বিশ্বকাপ আছে এবং আশা করি আগামী বছর আমরা ভালো করতে পারব।” বিগত কয়েক বছর ধরেই







ওয়ানডে ক্রিকেটে অনেক ভালো খেলছে বাংলাদেশ ঘরের মাঠে ২০১৪ সালের পর থেকে একমাত্র ইংল্যান্ডের কাছে সিরিজ ছাড়া আর কোন দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ হাতে নিয়ে বাংলাদেশ। ফলে আগামী বছর ভারতের মাটিতে ওয়ানডে







বিশ্বকাপে চোখ রাখছেন এই তারকা। এমনকি সেই বিশ্বকাপে ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন মিরাজ। মিরাজ আরও বলেন, “আমাদের অনেক সিনিয়র ক্রিকেটার রয়েছেন। তারা আমাদের সমর্থন করছে। আমরা আত্মবিশ্বাস অর্জন করি। আমরা আরো ভাল খেলতে চাই। আমি সবসময় ইতিবাচক চিন্তা করার চেষ্টা করি।”