






রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসমিরো নিষিদ্ধ ছিলেন। সেই নিষেধাজ্ঞাটা ব্রাজিলের জন্য কতটা ক্ষতির কারণ ছিল সেটা তো বুঝা গিয়েছিল তাদের বিদায়েই। এবার







হয়তো ক্যাসমিরোকে নিয়ে তেমন কিছু নেই, তবে ব্রাজিলের তিন ফুটবলারের উপর নিষেধাজ্ঞার শঙ্কা থাকছে। তারা হচ্ছে, মিলিটাও, ব্রুনো গুইমারেস এবং ফ্রেড। ব্রাজিলের এই তিন ফুটবলার ইতিমধ্যে







একটি করে হলুদ কার্ড দেখেছেন বিশ্বকাপে। যদি তারা আগামীকাল কোয়ার্টার ফাইনালে আরেকটি হলুদ কার্ড দেখেন তাহলেই নিষিদ্ধ থাকবেন সেমিতে। তবে যদি তারা কোয়ার্টার ফাইনালে হলুদ কার্ড না দেখে, তাহলে সেমিফাইনালে হলুদ কার্ড দেখলেও সেটা ফাইনাল মিসের জন্য যথেষ্ট হবে না।