






ঢাকা টেস্টের প্রথম দিনেই ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ। সফরকারী ভারতের বিপক্ষে চাওয়া অনুযায়ী আগে ব্যাটিং নামলেও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারেনি টাইগাররা। বাংলাদেশের ছোট পুঁজির জবাবে ভারত দিন শেষ করেছে নির্বিঘ্নে।







মুমিনুলের রানে ফেরা ছাড়া সারাদিনে বাংলাদেশের আর কোনো প্রাপ্তি নেই।মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম সেশনেই দুই ওপেনারকে হারায় স্বাগতিক দল। ২ উইকেটে ৮২ রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় সেশনে সাজঘরে ফেরেন আরও ৩ ব্যাটার,







স্কোরবোর্ডে জড়ো হয় মোট ১৮৪ রান। তবে মুমিনুল হক ক্রিজে ছিলেন বলে তখনও কিছুটা আশা বেঁচে ছিল।২ টেস্ট পর একাদশে ফেরা মুমিনুল ৯ ইনিংস পর পান দুই অঙ্কের দেখা, ১৩ ইনিংস পর হাঁকান অর্ধশতক। তবে ২২ ইনিংস পর শতকটা আর পাওয়া







হল না। সতীর্থরা আসা-যাওয়ায় ব্যস্ত থাকায় নিজেও চাপে পড়ে যান, এরপর ৯ম ব্যাটার হিসেবে ফেরেন সাজঘরে সাজঘরে ফেরার আগে ১৫৭ বলে ৮৪ রান করেন মুমিনুল, হাঁকান ১২টি চার ও ১টি ছক্কা। এছাড়া অন্যান্যদের মধ্যে মধ্যে মুশফিকুর রহিম ২৬,







লিটন দাস ২৫, নাজমুল হোসেন শান্ত ২৪ রান করেন।ভারতের পক্ষে উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন চারটি করে উইকেট শিকার করেন। দুটি উইকেট শিকার করেন জয়দেব উনাদকাট।
জবাবে ব্যাট করতে নেমে রিভিউ কাজে লাগিয়ে কোনো বিপদ
ছাড়াই দিন পার করেছে ভারত। ৮ ওভার ব্যাট করে বিনা উইকেটে সফরকারীদের সংগ্রহ ১৯ রান। শুবমান গিল ২০ বলে ১৪ ও অধিনায়ক লোকেশ রাহুল ৩০ বলে ৩ রান করে অপরাজিত রয়েছেন।