






আজ অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ক্রিকেটারদের নিলাম। যেখানে নিলামে রয়েছে সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস, লিটন দাস। তবে আইপিএলের এবারের আসরে ও দল পাননি সাকিব আল হাসান।







নিলামে তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোন ফ্রাঞ্চাইজি।এদিকে নিলামে সর্বোচ্চ ১৮ কোটি ৫০ লাখ রুপিতে দল পেয়েছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার শ্যাম কারান। এছাড়াও ইংল্যান্ডের আর এক ব্যাটসম্যান হ্যারি বুককে ১৩.২৫







কোটি রুপি দিয়ে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তাছাড়াও দল পেয়েছেন জিম্বাবুয়ের আরেক অলরাউন্ডার সেকেন্দার রাজা। ৫০ লাখ রুপী দিয়ে তাকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস।সাকিবকে কোনো দল না নেওয়ায়







এবারও সম্ভবত আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে থাকবেন মুস্তাফিজুর রহমান। খারাপ সময় কাটিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দেওয়া ‘কাটার মাস্টার’কে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস।অবশ্য প্রথম দফায় দল না







পেলেও সাকিবকে চাইলে যেকোনো দল এখনো নিতে পারে। সে ক্ষেত্রে জায়গা ফাঁকা থাকতে হবে। আজকের নিলাম থেকে মোট ৮৭ জন ক্রিকেটার কিনতে পারবে দলগুলো। তার মধ্যে বিদেশি কোটা ৩০ জনের। সাকিব ছয় মৌসুম খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে। দুই মৌসুম ছিলেন সানরাইজার্স হায়দরাবাদে।