ফুটবল ইতিহাসে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস ৯ বার মুখোমুখি হয়েছে। চার জয়ে এগিয়ে ডাচরা, আর লে আলবিসেলেস্তেদের জয় তিনবার। ড্র হয়েছে দুই ম্যাচে। বিশ্বমঞ্চের দেখায় দুই দলের জয় সমানে সমান হলেও ডাচদের







বিপক্ষে কখনোই হারেননি সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। ১৯৭৪ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমবারের মতো মুখোমুখি হয় দল দুটি। সেবার ডাচদের ৪-১ গোলে হারায় লে আলবিসেলেস্তেরা। বিশ্বমঞ্চে এই হারে







প্রতিশোধ নেয় অরেঞ্জরা। বিশ্বকাপে আর্জেন্টাইনদের ৪-০ গোলে বিধ্বস্ত করে ডাচরা। পরের বিশ্বকাপেই জয় আর্জেন্টিনার। ১৯৭৮ বিশ্বকাপে ৩-১ গোলে জয় ছিনিয়ে নেয় আকাশি নীল শিবির। ১৯৯৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে







আবারও পরাজয় আর্জেন্টাইনদের। নকআউটের গুরুত্বপূর্ণ এই ম্যাচে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। তবে ইউরোপ ও লাতিন আমেরিকার এই দুই দলের আবারও সাক্ষাৎ হয় ২০০৬ বিশ্বকাপে। এবার গোলশূন্য ড্রয়ে শেষ হয় ম্যাচটি। এই ম্যাচে







খেলেছিলেন লিওনেল মেসি। এরপর থেকে কমলা জার্সিধারীদের বিপক্ষে নিয়মিত ৩৫ বছর বয়সী এই খুদে জাদুকর। মরুর বুকে এবারের বিশ্ব আসরের মঞ্চে দারুণ ছন্দে থাকা মেসি ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালেও ডাচদের বিপক্ষে







খেলেছিলেন। সেমির ম্যাচটি গোল শূন্য ড্র হলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। তাতে টাইব্রেকারে জয় পায় মেসির আর্জেন্টিনা। এ ছাড়া ২০০৮ সালে বেইজিংয়ে অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে মেসির গোলে ২-১ গোল ব্যবধানে ডাচদের হারায় আর্জেন্টিনা।