মাঠে নেমেই একটি রেকর্ড নিজের করে নেন লিওনেল মেসি। ৩৪ মিনিটের মধ্যে ধরা দিল আরেকটি অর্জন। বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন এককভাবে সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার। লুসাইল







স্টেডিয়ামে মঙ্গলবার রাতে প্রথম সেমি-ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে রেকর্ড গোলটি করলেন মেসি। ১৯৯৪ থেকে থেকে ২০০২- তিন বিশ্বকাপে ১২ ম্যাচ খেলে ১০ গোল করেছিলেন বাতিস্তুতা। কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে গোল







করে তাকে স্পর্শ করেন মেসি। এই নিয়ে পঞ্চম বিশ্বকাপে খেলা মেসির ১১ গোল হলো ২৫ ম্যাচ খেলে। বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথাউসের পাশে বসলেন আর্জেন্টাইন







অধিনায়ক। ১৯৮২ থেকে ১৯৯৮ পর্যন্ত পাঁচ বিশ্বকাপে ২৫টি ম্যাচ খেলেছেন ম্যাথাউস। পাঁচটি বিশ্বকাপ খেলার রেকর্ডে অবশ্য মেসির সঙ্গী আরও পাঁচজন-মেক্সিকোর আন্তনিও কারবাহাল, রাফায়েল মার্কেজ, আন্দ্রেস গুয়ারদাদো, জার্মানির







লোথার ম্যাথাউস ও পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। এই তালিকায় চাইলে আরও ইতালির জিয়ানলুইজি বুফন ও মেক্সিকোর গিয়ের্মো ওচোয়ার নামটাও যোগ করা যায়। এই দুজন পাঁচটি বিশ্বকাপে দলের সঙ্গে থাকলেও সব বিশ্বকাপে ম্যাচ খেলার সুযোগ পাননি।