






বিশ্বকাপ নিয়ে কাতার থেকে বীরের বেশে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে পৌঁছেছেন মেসি-ডি মারিয়ারা। স্থানীয় সময় সোমবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ২.২০ মিনিটে রাজধানী বুয়েনস এইরেসে নেমেছে বিশ্বকাপজয়ীদের







বহনকারী ফ্লাইট এআর ১৯১৫। বিশ্বকাপ জিতে ৩৬ বছরের অধরা স্বপ্ন ছুঁয়েছেন লিওনেল মেসি। ট্রফিতে তার চুমুর দৃশ্যটাই প্রমাণ করে, কতোটা অপেক্ষায় ছিলেন এই ট্রফিটার।তাই ট্রফি জেতার পর কোনোমতেই সেটা হাতছাড়া করছেন







না মেসি। এমনকি ট্রফি নিয়ে বাড়ি ফেরার পরেও সেটা নিয়েই খাচ্ছেন-ঘুমাচ্ছেন আর্জেন্টাইন এ মহাতারকা।মঙ্গলবার (২০ ডিসেম্বর) তার ফেসবুক ভেরিফাইড পেজে তিনটি ছবি শেয়ার করেন লিওনেল মেসি। ছবি ক্যাপশনে লিখেছেন







‘শুভ সকাল’।নিজের ফুটবল ক্যারিয়ারে প্রায় সবকিছুই জিতে ফেলেছিলেন মেসি। প্রাপ্তির খাতায় শুধু বাকি ছিল বিশ্বকাপটাই। এবার সেটাও যোগ করে ফেললেন কিংবন্তি এ ফুটবলার।