






তাসকিন নিজে দল না পেলেও দুই সতীর্থকে অভিনন্দন জানাতে ভুলেননি গত মৌসুমে যাকে স্বেচ্ছায় খেলার আমন্ত্রণ জানানো হয়েছিল, সেই তাসকিন আহমেদ এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিলামে নাম দিয়েও দল পেলেন না।







তবে দল পেয়েছেন দুই সতীর্থ সাকিব আল হাসান ও লিটন দাস। তাসকিন নিজে দল না পেলেও দুই সতীর্থকে অভিনন্দন জানাতে ভুলেননি।গত আসরে তাসকিনকে দলে নিতে চেয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। জাতীয় দলের খেলার কারণে







তাসকিন সগৌরবে ফিরিয়ে দেন সেই প্রস্তাব। এবার তিনি খেলার জন্য নাম দিয়েছিলেন নিলামে। তবে তাকে দলে ভেড়ায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।তবে নিলাম থেকে সাকিব আল হাসান ও লিটন দাস দুজনই দল পেয়েছেন। ভিত্তিমূল্যে (লিটন ৫০







লাখ রুপি ও সাকিব দেড় কোটি রুপি) দুজনকেই আবার দলে ভিড়িয়েছে একই ফ্র্যাঞ্চাইজি- কলকাতা নাইট রাইডার্স।তাসকিন দল না পেলেও দুই সতীর্থকে অভিনন্দন জানাতে ভুল করেননি। নিজের অফিসিয়াল পেইজ থেকে লিটন ও







তাসকিনের যুগলবন্দী ছবি পোস্ট করে তাসকিন লিখেছেন, ‘অভিনন্দন ভাইয়েরা।’তাসকিনের মতো নিলামে দল পাননি আরেক বাংলাদেশি আফিফ হোসেন ধ্রুব, যিনি লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসের হয়ে জিতেছেন শিরোপা।
এবার নিলামের আগে থেকেই দিল্লী ক্যাপিটালসে আছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। গত মৌসুমে দিল্লীর হয়ে খেলা মুস্তাফিজকে এবার স্কোয়াডে ধরে রেখেছে দল।