গ্রুপ পর্ব শেষে আজ থেকে শুরু হচ্ছে নকআউট পর্ব। প্রথম দিনে অনুষ্ঠিত হবে দুই ম্যাচ। রাত ৯টায় প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র আর রাত ১টায় আর্জেন্টিনা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।







এ ম্যাচের আগে আর্জেন্টাইন শিবিরে দুশ্চিন্তার ছায়া দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় অ্যাঞ্জেলো ডি মারিয়াকে নিয়ে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন ডি মারিয়া। এরপরই তাকে নিয়ে শঙ্কা তিনি







অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচটি খেলতে পারবেন কিনা। আর্জেন্টাইন অধিকাংশ গণমাধ্যমের দাবি শেষ ষোলোর এ ম্যাচটি মিস করতে যাচ্ছেন ডি মারিয়া। তবে অফিসিয়াললি কিছুই জানায়নি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন







(এএফএ)। তবে ম্যাচের আগের দিন শুক্রবার (২ ডিসেম্বর) দলের কোচ লিওনেল স্কালোনিকে কথা বলতে হয়েছে এ বিষয় নিয়ে। স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়া ম্যাচের আগে কোচের কাছে সাংবাদিকরা জানতে চান, ডি মারিয়া আসলে কতটা ফিট







আছেন? জবাবে স্কালোনি কিছুই পরিষ্কার না করেবলেন, গতকাল ছিল অস্ট্রেলিয়াকে নিয়ে বিশ্লেষণ করার দিন। আজ বিকেলে আমরা অনুশীলনের পর পরিষ্কার একটা ধারণা পাব। অনুশীলনের পর দল নিয়ে সিদ্ধান্ত নেব। ডি মারিয়া এবং







অন্য খেলোয়াড়রা কতটা ফিট, দেখে দল করব। যদি সে (ডি মারিয়া) ফিট হতে পারে, খেলবে। কোচের কথায় পরিষ্কার, ডি মারিয়ার ফিটনেস নিয়ে এখনও সংশয় রয়ে গেছে। লেফটব্যাক মার্কুস আকুনাকেও পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে বদলি







করেছিলেন কোচ। তবে স্কালোনি জানালেন, অন্য কোনো সমস্যা নয়, হলুদ কার্ডের কারণেই তিনি তুলে নিয়েছিলেন আকুনাকে।